Blog

Engine Details - ইঞ্জিনের বিস্তারিত বর্ননা

ইঞ্জিনঃ এটি এমন একটি যান্ত্রিক কৌশল যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে নিজে চলে এবং অপরকে চলতে সাহায্য করে তাকে ইঞ্জিন বলে । 

Engine
Engine 

প্রকারভেদঃ ইঞ্জিন সাধারণত দুই প্রকার । 

1. অন্তর্দহন ইঞ্জিন (Internal Combustion Engine)

2. বহির্দহন ইঞ্জিন (External Combustion Engine)


 

অন্তর্দহন ইঞ্জিন : যে ইঞ্জিন এর জ্বালানী ইঞ্জিন এর ভিতরে পুরানো হয় তাকে অন্তর্দহন ইঞ্জিন (internal combustion engine) বলে।

 

যেমনঃ পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি। 


 

Internal Combustion Engine, four stroke engine
Four stroke engine


 

 অন্তর্দহন ইঞ্জিনের শ্রেণিবিভাগঃ 

 

 

১. জ্বালানি ব্যবহার অনুসারে তিন প্রকারঃ 

(i)   পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন (Petrol or gasoline engine)

(ii)  ডিজেল ইঞ্জিন (Diesel engine)

(iii) গ্যাস ইঞ্জিন (Gas engine)

 

২. প্রজ্বলন পদ্ধতি অনুসারে দু'প্রকারঃ

(i) স্পার্ক ইগনিশন ইঞ্জিন (Spark ignition engine) 

(ii) কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন (Compression ignition engine) 

 

 

৩. চক্র সম্পাদনকারী প্রয়োজনীয় স্ট্রোক সংখ্যা অনুসারে দু'প্রকারঃ

(i)  চার স্ট্রোক ইঞ্জিন (Four stroke engine)

(ii) দু'স্ট্রোক ইঞ্জিন (Two stroke engine)

 

৪. তাপগতিশীল চক্রিক প্রক্রিয়া অনুসারে তিন প্রকারঃ

(i)   অটো চক্র ইঞ্জিন (Otto cycle engine)

(ii)  ডিজেল চক্র ইঞ্জিন (Diesel cycle engine)

(iii) দ্বি-প্রজ্বলন চক্র ইঞ্জিন (Dual combustion cycle engine)


 

 ৫. ইঞ্জিনের গতি অনুসারে তিন প্রকারঃ

(i)   নিম্ন গতির ইঞ্জিন (500 R.P.M পর্যন্ত)

(ii)  মধ্যম গতির ইঞ্জিন (1000 R.P.M পর্যন্ত) 

(iii) উচ্চ গতির ইঞ্জিন (1000 R.P.M ঊর্ধ্বে) 



৬. ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতি অনুসারে তিন প্রকারঃ

(i)  এয়ার কুল্ড ইঞ্জিন (Air cooled engine)

(ii) ওয়াটার কুল্ড ইঞ্জিন (Water cooled engine)

(iii)ইভাপোরেটিভ কুলিং ইঞ্জিন (Evaporative cooling engine)

 

৭. ফুয়েল ইনজেকশনের পদ্ধতি অনুসারে তিন প্রকারঃ

(i)   কার্বুরেটর টাইপ ইঞ্জিন (Carburetor engine) 

(ii)  এয়ার ইনজেকশন ইঞ্জিন (Air injection engine)

(iii) এয়ারলেস বা সলিড ইনজেকশন ইঞ্জিন (Airless or Solid injection engine)

 

৮. সিলিন্ডারের সংখ্যা অনুসারে দু'প্রকারঃ

(i) এক সিলিন্ডার ইঞ্জিন (Single cylinder engine)

(ii) বহু সিলিন্ডার ইঞ্জিন (Multi cylinder engine)

 

৯. ইঞ্জিন সিলিন্ডার সজ্জিত করার বিন্যাস অনুসারে ছয় প্রকারঃ

(i)    ভার্টিক্যাল ইঞ্জিন (Vertical engine)

(ii)   হরিজন্টাল ইঞ্জিন (Horizontal engine)

(iii)  রেডিয়াল ইঞ্জিন (Radial engine)

(iv)  ভি-ইঞ্জিন (V-engine)

(v)  অপোজড সিলিন্ডার ইঞ্জিন (Opposed cylinder engine)

(vi) অপোজড পিস্টন ইঞ্জিন (Opposed piston engine)


১০. ভালভ এর অবস্থান অনুসারে চার প্রকারঃ 

(i)  আই-হেড বা ইনলাইন ইঞ্জিন (I-head engine)

(ii) এল-হেড বা সাইড ভালভ ইঞ্জিন (L-head engine)

(iii) এফ-হেড ইঞ্জিন (F-head engine)

(iv)  টি-হেড ইঞ্জিন (T-head engine)


 

External Combustion Engine: যে ইঞ্জিনের জ্বালানী ইঞ্জিন এর বাইরে পুরানো হয় তাকে বহির্দহন ইঞ্জিন (External Combustion Engine) বলে। যেমনঃ স্টীম ইঞ্জিন ।



 

Steam Engine, External Combustion Engine
Steam Engine
1 390