Blog

7 months ago
0
510

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। 

জন্ম: ২৪ মে, ১৮৯৯, চুরুলিয়া, ভারত

মারা গেছেন: ২৯ আগস্ট, ১৯৭৬, ঢাকা

প্রতিষ্ঠা করা সংস্থা: শ্রমিক এবং কৃষক পার্টি

নাতি/নাতনি: খিলখিল কাজী

প্রভাব রেখেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর, জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, হাফেজ শিরাজি

পুরস্কার: স্বাধীনতা পুরস্কার, ভাষা ও সাহিত্যে একুশে পদক

1 510
কোন কাজে হারার এক মাত্র কারন কেবল মাত্র কার হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকা।
Author’s Profile