SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Blog

কিন্তসুগি

জাপানিজ পদ্ধতি "কিন্তসুগি" এর মাধ্যমে ভেঙ্গে যাওয়া বাসনপত্রের টুকরোগুলোকে সোনালি রঙের আঠায় জোড়া দিয়ে বানানো হয় পুনরায় ব্যবহারযোগ্য, জোড়া দেওয়া এই বাসনপত্র দেখতে পূর্বের দাগহীন অবস্থার চেয়েও বেশি আকর্ষণীয় দেখায়, এবং দামও অনেক অনেক বেশি। ৬০০ বছর থেকে চলে আসা এই পদ্ধতি জাপানিরা এখনও চর্চা করেন শিল্প হিসেবে। কিন্তসুগি শুধু শিল্পই নয়, এটি একটি জীবনদর্শন। আমাদের দুঃখ,কষ্ট, আপনজনের থেকে পাওয়া আঘাত, প্রতারণা আমাদের সম্পূর্ণ হৃদয়কে ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়। কিন্তু, আমরা আমাদের হাসি, ধৈর্য, নতুন স্বপ্ন, চেষ্টা নামের সোনালি আঠা দিয়ে আমাদের হৃদয়কে জোড়া দিয়ে করতে পারি আগের থেকেও বেশি অপরূপ। সোনালি আঠায় জোড়া লাগানো ভাঙা হৃদয় বেশি পরিপক্ব, বেশি সুন্দর, বেশি দামি।

সত্য - সহজ - সুন্দর // অনিরুদ্ধ রনি
Author’s Profile
Promotion