SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Description (Added)

1989- last (white) president of south Africa- F.W. D. Clark

1st (black) President is--Nenson Mendala. 

Ozymandias is sonnet poem written by P.B. Shelley

কবিতাটি শেলীর বিখ্যাত কবিতা। কবিতাটি ১৮১৭ সালে লেখা এবং এটি ১৮১৮ সালে প্রকাশিত হয়। এই কবিতায় মিশরের ফারাও রাজা রামসিস ২য় এর ব্যাপারে আলোচনা করা হয়েছে। গ্রীকরা তাকে ওজাইমেনডিয়াস নামে চিনতো।

Ulysses বাংলা অনুবাদ 

কাব্যিক মূল্যায়ন 

ইউলিসিস কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪২ সালে। একদা হোমার এবং দান্তে কর্তৃক গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন টেনিসন। বিশেষ করে হোমারকৃত মহাকাব্য ইলিয়াড থেকে তিনি ইউলিসিস লেখার অনুপ্রেরণা লাভ করেন। ইলিয়াড মহাকাব্যের বিখ্যাত বীর ইউলিসিস। ট্রয়ের যুদ্ধ শেষে নানা ঘাত-প্রতিঘাত এবং বহু দেশ ঘুরে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে নিজ দেশ ইথাকায় ফিরে আসেন ইউলিসিস প্রায় বিশ বছর পরে। ফিরে এসে দেখেন তার সুন্দরী যুবতী স্ত্রী বদ্ধা, চলে পাক ধরেছে তার। ইউলিসিসের রক্তে তখন খেলা করছে দেশ, মানুষ, যুদ্ধ, অভিযান, মহাসাগর অলস রাজার মতো বসে দিন গুজরান করতে তার আর ইচ্ছে হল না মোটেই। যে ঘুরেছে সমুদ্রে সমুদ্রে, দূর দেশের ডাকে যার প্রাণ চঞ্চল, সে কি বাস করতে যায় নির্জন গৃহকোণে। ইউলিসিসের জবানিতে এ কবিতায় মানব হৃদয়ের শাশ্বত আকুলতারই যেন প্রকাশ ঘটেছে। এ যেন সংসার বন্ধনে আটকে পড়া মানবের আকুল আর্তনাদ। অসীমের আহ্বান সর্বদা যেমন আকুল করে মানবকে, ইউলিসিসও তেমনি আকুল, যেহেতু সেও তো মর্তমানব। দেবতার সাথে যুদ্ধ করেছে সে, নিজ গৃহে সাধারণ প্রজাদের ডামাডোলে তার আর মন নেই। ইউলিসিস কবিতার মধ্য দিয়ে যেন মর্তমানবের শাশ্বত আকুলতারই প্রকাশ ঘটেছে, মানবাত্মা সীমার মাঝে আটকে থাকতে চায় না। সে সর্বদা খোজে অসীমের সীমা।

ধনী Mr. Bingley যখন নেদারফিল্ডে আসেন, তখন তিনি পাঁচ মেয়ে থেকে কোনো একজনকে তার সাথে বিয়ে দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেন। বড় মেয়ে Jane এর সাথে Bingley এর ভাব হয় এবং তাদের বিয়ে ঠিক হয়। বহু ঘটনার পর তারা বিবাহ করেন। এদিকে Bingley র বন্ধু Darcy, Elizabeth এর প্রতি অহংকারপূর্ণ (Pride) আচরণ করেন। আর্মি অফিসার Wickham ও Darcy র বিরুদ্ধে অভিযোগ করেন। Darcy সম্পর্কে Elizabeth এর ধারণা আরো খারাপ হয় (Prejudice)। একসময় Darcy নিজেকে ভালো প্রমাণ করেন, ফলে Elizabeth এর Prejudice শেষ হয় এবং তারা বিয়ে করে

১৮১৩ সালে জেন অস্টিনের লেখা Pride and Prejudice (অহংকার ও কুসংস্কার) একজন গ্রামের মেয়ে এলিজাবেথ বেনেট এবং একজন ধনী সম্ভ্রান্ত জমির মালিক ফিটজভিলিয়াম ডারসির মধ্যে দুর্দান্ত সম্পর্ককে উপজীব্য করে গড়ে ওঠা এক কালজয়ী রোমান্টিক নোভেল। প্রেমে পড়া এবং বিয়ে করার জন্য তাদের অবশ্যই Pride and Prejudice এর শীর্ষস্থানীয় পাপগুলি অতিক্রম করে উঠতে হবে।

Jane AustenNovels

"To His Coy Mistress" is a metaphysical poem written by the English author and politician Andrew Marvell .

This poem is considered one of Marvell's finest and is possibly the best recognised carpe diem poem in English.

To His Coy Mistress ব্রিটিশ কবি Andrew Marvell এর একটি বিখ্যাত কবিতা। কবিতাটি যথাসম্ভব লেখা হয়েছিল ১৬৫০-এর দশকে। তবে এটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পরে অর্থাৎ ১৬৮০ সালের পরে। এই কবিতাটি একটি Carpe Diem (কার্প ডিয়েম) কবিতা, অর্থাৎ ভবিষ্যত সম্পর্কে না ভেবে বর্তমান সময়কে উপভোগ করা। কবি Andrew Marvell রোমান কবি Horace কে অনুকরণ করে কবিতাটি লিখেছেন। এখানে কবি বা স্পিকার তার প্রেমিকাকে মৃত্যু আসার আগেই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার আহ্বান জানিয়েছে।

2 machine can do- 4 item in 1 hour.

1 machine can do 2 item in 1 hour

so 6 machine can produce in 2 hour = 2*6*2=24

Geology is a part of Science. 
same as 
Fashion is a part of Style. 

ভূতত্ত্ব যেমন বিজ্ঞানের অংশ তেমনি ফ্যাশন স্টাইলের অংশ।

কল্লোল মূলত একটি সাহিত্য-পত্রিকা, যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। কল্লোল ১৯২৩ থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দের ভেতরে সংগঠিত প্রভাবশালী বাংলা সাহিত্য বিপ্লবের সমনামিক। কল্লোল যেসকল নব্য-লেখকদের প্রধান মুখপাত্র ছিল, যাদের অন্যতম হলেন প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু প্রমুখ

Centi is a prefix in the metric system that denotes a factor of one hundredth. It comes from the Latin word “centum” which means “hundred”