Description (Added)

বুরেট স্টপকর্ক যুক্ত Solve
ও সুষম ছিদ্র বিশিষ্ট দাগাংকিত একটি কাঁচ নল। এর গায়ে mL বা cm³ এ দাগ কাঁটা একটি স্কেল থাকে। এ স্কেল থেকে যোগকৃত তরল দ্রবণের আয়তন নির্ণয় করা হয়। আবার পিপেট কাঁচের তৈরি একটি যন্ত্র। এর সাহায্যে অতিসূক্ষ্ম ও নির্ভুলভাবে তরলের আয়তন মাপা ও স্থানান্তর করা যায়

Na→ সোনালী হলুদ
Cu → নীলাভ সবুজ
Ca→ ইটের মত লাল

NaCl(aq) → Na+ (aq) + Cl-(aq)
H2O(l) = H+(aq) + OH(aq)
প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে,
ক্যাথোডে বিজারণ: 2H+(aq) + 2e → H2(g)
অ্যানোডে জারণ: 2Cl(aq) – 2e → Cl2(g)
Na+(aq) + OH (aq) → NaOH(aq)
সুতরাং NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে Na ধাতু উৎপন্ন হয় না।

উৎপন্ন লবণ (NaX) পানিতে দ্রবীভূত হয়ে আয়নে বিভক্ত হয় পরে X আয়ন পানির সাথে বিক্রিয়া করে দ্রবণে OH আয়নের পরিমাণ বাড়ায়।
NaX(s) + aq→ Na+(aq) + X¯(aq)
X¯(aq) + H2O(l) → HX(aq) + OH (aq) ফলে দ্রবণের pH > 7 হয়।