Description (Added)

যেসকল পরমাণুর প্রোটন সংখ্যা/পারমানবিক সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

কোনো রোগে ভোগার ক্ষেত্রে suffering from হয়।

Compound sentence সাধারণত conjunction and, or, but, etc দ্বারা যুক্ত থাকে।

Active voice কে passive করার নিয়ম : প্রথমে object এর subjective form + aux.verb + main v3 + preposition + subject objective form.

Dangerous শব্দটি adjective যার অর্থ বিপজ্জনক (risky, hazardous, etc.)।

কতিপর গুরুত্বপূর্ণ বাগধারা : আঁটকুড়া (নিঃসন্তান), আঁস্তাকুড়ের পাতা (নীচ বা হেয়া ব্যক্তি, আবর্জনা), আঁতুড়ে খোকা (সদ্যোজাত ছেলে), আঁধার ঘরের মানিক (অত্যন্ত প্রিয়জন) আকখুটে (অমিতব্যয়ী)।

কতিপয় বিপরীত শব্দ :

প্রদত্ত শব্দবিপরীত শব্দপ্রদত্ত শব্দবিপরীত শব্দ
গাম্বীর্যচাপল্যগুপ্তব্যাপ্ত, প্রকাশিত
গৌরবলাঘবগরিষ্ঠলঘিষ্ঠ

দেশি ও বিদেশি অথবা দুটো ভিন্ন জাতীয় ভাষার শব্দ একত্র হয়ে যে শব্দ গঠন করে তাকে মিশ্র শব্দ বলে। যেমন: খ্রিষ্টাব্দ (ইংরেজি+তৎসম), চৌ-হদ্দি (ফারসি+আরবি), রান্না- বাদশা (তৎসম+ফারসি)।

ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আঠারোটি ভাষায় দক্ষতা অর্জনের কারণে তাঁকে ভাষাবিদ হিসেবে অভিহিত করা হয়। এছাড়া তাঁকে চলিষ্ণু অভিধান বলা হয়।

দুই বা ততোধিক singular noun বা pronoun ’and’ দ্বারা যুক্তর যুক্ত হলে তাদের verb এবং pronoun plural হয়।