SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Description (Added)

সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ ১৫.৭৫ কেভি। সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ৪০০ কেভি।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ' প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়? ১৯২৮ সালের ২৭ আগস্ট ফ্রান্সের প্যারিসে 'প্যারিস প্যাস্ট' স্বাক্ষরিত হয়। চুক্তিটি 'ক্যালগ - ব্রিয়ান্ড ' বলেও পরিচিত। কার্যকর হয় ২৪ জুলাই ১৯২৯ ।


ব্যাখ্যা: আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treaty Organisation বা NATO; ফরাসি: Organisation du traité de l\'Atlantique Nord বা OTAN) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

দণ্ডবিধির ৬৭ ধারায় বলা হয়েছে, যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামীকে যে কারাদণ্ড প্রদান করা হয় বিনাশ্রম হবে এবং নিম্নবর্ণিত হারে কারাদণ্ডে দণ্ডিত হবে; অর্থদণ্ড ৫০ টাকার অধিক না হলে ২ মাসের কারাদণ্ড। অর্থদণ্ড ১০০ টাকার অধিক না হলে ৪ মাসের কারাদণ্ড এবং অন্যান্য ক্ষেত্রে বা অর্থদণ্ডের পরিমাণ ১০০ টাকার বেশি হলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। সুতরাং যেক্ষেত্রে অপরাধের শান্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আদালত সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড দিতে পারে।

উদাহরণঃ ৪৮৯ঙ ধারায় ব্যাংক নোট বা মুদ্রা নোট সদৃশ দলিল তৈরী বা ব্যবহার করার শাস্তি শুধুমাত্র ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড। কোন আসামীকে যদি ৪৮৯ঙ ধারায় শুধুমাত্র ৫০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং সে যদি আরোপিত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয়, তাহলে অনাদায়ী কারাবাস কত হবে সেটা ৬৭ ধারা অনুসারে নির্ণয় করতে হবে। যেহেতু আরোপিত অর্থদণ্ডের পরিমাণ ৫০ টাকার বেশি না, সেহেতু অনাদায়ী কারাবাস হতে পারে সর্বোচ্চ ২ মাস।