Description (Added)

জ্ঞানবান = জ্ঞান+বতুপ

সঠিক উত্তর লেনদেন

এখানে লেনদেন = লেন ও দেন হলো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস

GDP ratio in FY23 has been assumed to be 6.7 per cent which was 7.6 per cent in FY22. Private investment has been estimated to be 24.8 per cent of GDP in FY23. In FY23, approximately Tk 1.47 trillion will be additionally required for private investment (15.4 per cent increase in nominal terms) based on the MoF estimates for FY22 (Tk. 9.56 trillion).

গুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন পরীক্ষায় আসে 

মধ্যাহ্ন **

সায়াহ্ন **

অন্বেষণ 

পূর্বাহ্ণ **

অপরাহ্ণ **

অভ্যন্তরীণ 

নিরীক্ষণ 

প্রণয়ন 

প্রণিপাত 

প্রবণ 

কল্যাণ 

নিক্কণ 

মূর্ধন্য 

বিপণি 

বণ্টন 

মনোহারিণী 

রূপায়ণ 

গণনা 

সম্পূর্ণ 

ব্যাকরণ 

বক্ষমাণ 

পরিবহণ 

পূণ্য 

অরণ্য 

স্থাণু 

চাণক্য 

বাণী 

লবণ 

ধরন 

শূন্য 

পুরস্কার ***

পরিষ্কার ***

আবিষ্কার ***

কৃপণ 

প্রেরণ 

গ্রহণ 

ধারণা 

তৃণ 

লক্ষণ 

নিরূপণ 

নির্নিমেষ 

ক্রন্দন 

সূদন 

পুরনো 

মাণিক্য 

গণ 

বণিক 

গভর্নর 

কর্নেল 

প্রণয় 

রোপণ 

পরিমাণ **

ঘণ্টা 

লণ্ঠন 

প্রতিযোগী **

প্রতিযোগিতা **

সহযোগী 

সহযোগিতা 

দুর্দিন 

দুর্নাম 

দুরবস্থা 

দুর্নীতি 

দুর্ভোগ 

দুর্যোগ 

দূরীকরণ 

অদূর 

দূরত্ব 

দূরবীক্ষণ 

দূর 

দূরবর্তী 

দুর্বল 

দুর্জয় 

দুরারোগ্য 

দুরাকাঙ্ক্ষা 

দুরন্ত 

কার্যাবলি 

শর্তাবলি 

ব্যাখ্যাবলি 

নিয়মাবলি 

তথ্যাবলি 

রচনাবলি 

তিরস্কার 

তেজস্ক্রিয় 

নমস্কার **

পুরস্কৃত 

আইসক্রিম 

স্টিমার 

জানুয়ারি 

ফেব্রুয়ারি 

প্রাইমারি 

মার্কশিট 

গ্রেডশিট 

আয়ুষ্কাল 

আবিষ্কার ***

আয়ুষ্কর 

শুষ্ক 

বাধাগ্রস্ত 

বিপদগ্রস্ত 

ক্ষতিগ্রস্ত 

হতাশাগ্রস্ত 

অঞ্জলি *

গীতাঞ্জলি **

শ্রদ্ধাঞ্জলি **

সোনালি 

রূপালি 

বর্ণালি 

হেঁয়ালি 

খেয়ালি 

মিতালি 

জীবিত 

জীবিকা 

সজীব 

নির্জীব 

রাজীব 

চাকরিজীবী **

পেশাজীবী **

আইনজীবী **

ক্ষীণজীবী **

অদ্ভুত 

ভুতুড়ে 

উদ্ভূত 

ভূত 

ভূতপূর্ব ***

বহির্ভূত ***

ভস্মীভূত 

অভিভূত 

দূরীভূত***

গুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন পরীক্ষায় আসে 

মধ্যাহ্ন **

সায়াহ্ন **

অন্বেষণ 

পূর্বাহ্ণ **

অপরাহ্ণ **

অভ্যন্তরীণ 

নিরীক্ষণ 

প্রণয়ন 

প্রণিপাত 

প্রবণ 

কল্যাণ 

নিক্কণ 

মূর্ধন্য 

বিপণি 

বণ্টন 

মনোহারিণী 

রূপায়ণ 

গণনা 

সম্পূর্ণ 

ব্যাকরণ 

বক্ষমাণ 

পরিবহণ 

পূণ্য 

অরণ্য 

স্থাণু 

চাণক্য 

বাণী 

লবণ 

ধরন 

শূন্য 

পুরস্কার ***

পরিষ্কার ***

আবিষ্কার ***

কৃপণ 

প্রেরণ 

গ্রহণ 

ধারণা 

তৃণ 

লক্ষণ 

নিরূপণ 

নির্নিমেষ 

ক্রন্দন 

সূদন 

পুরনো 

মাণিক্য 

গণ 

বণিক 

গভর্নর 

কর্নেল 

প্রণয় 

রোপণ 

পরিমাণ **

ঘণ্টা 

লণ্ঠন 

প্রতিযোগী **

প্রতিযোগিতা **

সহযোগী 

সহযোগিতা 

দুর্দিন 

দুর্নাম 

দুরবস্থা 

দুর্নীতি 

দুর্ভোগ 

দুর্যোগ 

দূরীকরণ 

অদূর 

দূরত্ব 

দূরবীক্ষণ 

দূর 

দূরবর্তী 

দুর্বল 

দুর্জয় 

দুরারোগ্য 

দুরাকাঙ্ক্ষা 

দুরন্ত 

কার্যাবলি 

শর্তাবলি 

ব্যাখ্যাবলি 

নিয়মাবলি 

তথ্যাবলি 

রচনাবলি 

তিরস্কার 

তেজস্ক্রিয় 

নমস্কার **

পুরস্কৃত 

আইসক্রিম 

স্টিমার 

জানুয়ারি 

ফেব্রুয়ারি 

প্রাইমারি 

মার্কশিট 

গ্রেডশিট 

আয়ুষ্কাল 

আবিষ্কার ***

আয়ুষ্কর 

শুষ্ক 

বাধাগ্রস্ত 

বিপদগ্রস্ত 

ক্ষতিগ্রস্ত 

হতাশাগ্রস্ত 

অঞ্জলি *

গীতাঞ্জলি **

শ্রদ্ধাঞ্জলি **

সোনালি 

রূপালি 

বর্ণালি 

হেঁয়ালি 

খেয়ালি 

মিতালি 

জীবিত 

জীবিকা 

সজীব 

নির্জীব 

রাজীব 

চাকরিজীবী **

পেশাজীবী **

আইনজীবী **

ক্ষীণজীবী **

অদ্ভুত 

ভুতুড়ে 

উদ্ভূত 

ভূত 

ভূতপূর্ব ***

বহির্ভূত ***

ভস্মীভূত 

অভিভূত 

দূরীভূত***

বাংলা ছন্দ:
বাংলা ছন্দ তিন প্রকার:
ক.অক্ষরবৃত্ত
খ.বর্নবৃত্ত
গ.স্বরবৃত্ত

ছন্দ – অন্য নাম – বৈশিষ্ঠ্য
অক্ষরবৃত্ত – কলামাত্রিক বা মিশ্রকলামাত্রিক বা যৌগিক ছন্দ – মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়।
ইহাতে সংযুক্ত বা অসংযুক্ত অক্ষর সমান ধরা হয়।
কেষ্টা=কে (১)+ষ্টা (১)=২ অক্ষর
বর্ণবৃত্ত – কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ – মূল পর্ব সাধারণত ৬ মাত্রার হয়।
ইহাতে সংযুক্ত অক্ষরকে দুই বর্ণ ধরা হয়।
কেষ্টা=কে(১)+ষ্টা(১+১)=৩ অক্ষর
স্বরবৃত্ত- দলবৃত্ত বা লৌকিক বা ছড়ার ছন্দ – মূল পর্ব মাত্রার সংখ্যা ৪।
ইহাতে কেবল স্বর গণনা করা হয়।
যথা-বাঘের=বা(১)+ঘের(১)=২ স্বর

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাংলা ছন্দ কত রকমের? (২৫ তম বিসিএস)
-তিন
২.যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় – (১৭ তম বিসিএস)
-স্বরবৃত্ত
৩.লৌকিক ছন্দ কাকে বলে? (এলজিইডিতেত সহকারী প্রকৌশলী:০৫)
-স্বরবৃত্তকে
৪.ছেলে-ভুলানো ছড়াসহ সাধারণত কোন ছন্দে লেখা হয়? (তথ্য মন্ত্রণালয়ে অধীন প্রোকৌশলী:০৭)
-স্বরবৃত্ত
৫.বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এল বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান – কোন ছন্দে রচিত হয়েছে?
-স্বরবৃত্ত

বিভিন্ন ছন্দের রূপ
পয়ার – প্রত্যেক চরণে ১৪ অক্ষর থাকে।
৮ ও ১৪ অক্ষরের পর যতি থাকে।
অমিত্রাক্ষর ছন্দ – অন্য নাম – প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দ।
কবিতার চরণের শেষে মিল থাকে না।
অমিত্রাক্ষর ছন্দ পয়ারেরই এক প্রকার ভেদ।
মাইকেল মধূসুদন দত্ত বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন।
মিত্রাক্ষর ছন্দ – কবিতার চরণের শেষে মিল থাকে।
অসম ছন্দ – ইহা মিত্রাক্ষর ছন্দ। কিন্তু প্রত্যেক চরণের অক্ষর সংখ্যা অসমান।
চরণের মধ্যে যতির স্থান ইচ্ছাধীন।
রবীন্দ্রনাথ বলাকায় এই ছন্দের প্রবর্তন করেন।
স্বরাক্ষরিক ছন্দ – প্রবর্তক: সত্যেন্দ্রনাথ দত্ত।