ওশেনিয়া মহাদেশ

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - ওশেনিয়া মহাদেশ

ওশেনিয়া মহাদেশের অঞ্চল ভিত্তিক ১৪ টি দেশের নাম 

অস্ট্রেলিয়া 

২ টি 

১. অস্ট্রেলিয়া 

২. নিউজিল্যান্ড 

পলিনেশিয়া 

৩ টি 

১. সামোয়া 

২. টোঙ্গা 

৩. ট্রুভ্যালু 

মাইক্রোনেশিয়া 

৫ টি 

১. মাইক্রোনেশিয়া 

২. কিরিবাতি 

৩. নাউরু 

৪ মার্শাল দ্বীপপুঞ্জ 

৫. পালাউ 

মেলানেশিয়া 

৪ ট 

১. পাপুয়া নিউগিনি 

২. সলোমন দ্বীপপুঞ্জ 

৩. ভানুয়াতু 

৪. ফিজি 

 

Content added || updated By
  • দক্ষিনের গ্রেট ব্রিটেন বলা হয়- নিউজিল্যান্ডকে।
  • নিউজিল্যান্ড আবিষ্কার করেন নেদারল্যান্ডের জিল্যান্ড প্রদেশের অধিবাসী- ভ্যাসম্যান। 
  • নিউজিল্যান্ডের নারীরা বিশ্বের প্রথম ভোটাধিকার লাভ করে- ১৮৯৩ সালে।
  • নিউজিল্যান্ডের জাতীয় পাখি হলো- কিউই ।
  • নিউজিল্যান্ডের জাতীয় খেলা- রাগবি।
  • নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয়- কিউই।
  • মাউরি নিউজিল্যান্ডের- আদিবাসী।
  • নিউজিল্যান্ডের স্ব-শাসিত অঞ্চল- কুক আইল্যান্ড, কিউই।
  • নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে বলা হয়- ব্ল্যাক ক্যাপস।
Content added By
Please, contribute to add content into তেনজিং ও হিলারি.
Content

দেশের নাম 

রাজধানী 

মুদ্রা

সলোমন দ্বীপপুঞ্জ 

হোনিয়ারা 

ডলার 

পাপুয়া নিউগিনি 

পোর্ট মোরসবি

কিনা

ভানুয়াতু 

পোর্ট ভিলা 

ভাতু 

ফিজি 

সুভা 

ডলার 

  • মেলানেশিয়া অর্থ কৃষ্ণ দ্বীপ ।
  • ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক এ দ্বীপগুলো আবিষ্কার করেন।
  • বিশ্বের সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি (৮২০টি)।
     
Content added By

দেশের নাম

রাজধানী
 

মুদ্রা 

টোঙ্গা

নুকুয়ালোফা

পাঙ্গা

টুভ্যালু

ফুনাফুটি

ডলার 

পশ্চিম স্যামোয়া

আপিয়া

ডলার 

 

  • পলিনেশিয়া শব্দের অর্থ- অনেক দ্বীপ
  • পলিনেশিয়ার দ্বীপগুলো ভৌগোলিক অবস্থান মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ।
  • নিউজিল্যান্ডের আওতায় পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ, নিও এবং কুক দ্বীপপুঞ্জ ।
  • চিলির মালিকানায় পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ- ইস্টার দ্বীপপুঞ্জ।
  •  যুক্তরাষ্ট্রের আওতায় পলিনেশিয়ার - হাওয়াই দ্বীপপুঞ্জ।
Content added By

দেশের নাম

রাজধানী

মুদ্রা

ফেডারেটেড স্টেট অব মাইক্রোনেশিয়া

পালিকির

ডলার

মার্শাল দ্বীপপুঞ্জ

মাজুরু

ডলার

কিরিবাতি

তারাওয়া

ডলার

নাউরু

ইয়ারেন

ডলার

পলাউ

মেলিকিউক

ডলার

 

  • গুয়াম: প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন একটি দ্বীপ। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে এ দ্বীপে একটি মার্কিন নৌ-ঘাঁটি রয়েছে। 
  •  যুক্তরাষ্ট্রে আওতায় মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জ - উত্তর মারিয়ানা, গুয়াম ও ওয়াক দ্বীপপুঞ্জ।
  •  ওশেনিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ- পালাউ।
Content added By
Promotion