জাভাস্ক্রিপ্ট ম্যাথ

Web Development - জাভাস্ক্রিপ্ট (JavaScript) জাভাস্ক্রিপ্ট রেফারেন্স (JS Reference) |
267
267

ম্যাথ অবজেক্ট

ম্যাথ অবজেক্ট গানিতিক কাজ করে।

ম্যাথ কোনো কন্সট্রাক্টর নয়। ম্যাথের সকল প্রোপার্টি/মেথড Math এর মাধ্যমে অবজেক্ট হিসেবে কল করে ব্যবহার করা যাবে।

সিন্টেক্স

জাভাস্ক্রিপ্ট ম্যাথ - Example

var a = Math.PI;

ম্যাথ অবজেক্ট সম্পর্কে আরো জানতে আমাদের জাভাস্ক্রিপ্ট ম্যাথ টিউটোরিয়াল পড়ুন।


ম্যাথ অবজেক্ট প্রোপার্টি

প্রোপার্টিবর্ণনা
Eইউলার(Euler's) নম্বর রিটার্ন করে। (প্রায় ২.৭১৮)
LN2২ এর মৌলিক লগারিদম রিটার্ন করে। (প্রায় ০.৬৯৩)
LN10১০ এর মৌলিক লগারিদম রিটার্ন করে। (প্রায় ২.৩০৯)
LOG2E২ ভিত্তিক E এর লগারিদম রিটার্ন করে। ( প্রায় ১.৪৪২)
LOG10E১০ ভিত্তিক E এর লগারিদম রিটার্ন করে। (প্রায় ০.৪৩৪)
PIপাই এর মান রিটার্ন করে। (প্রায় ৩.১৪১৬)
SQRT1_2১/২ এর বর্গমূল রিটার্ন করে। (প্রায় 0.707)
SQRT2২ এর বর্গমূল রিটার্ন করে। (প্রায় 1.414)


 

ম্যাথ অবজেক্ট মেথড

মেথডবর্ণনা
abs(x)x এর পরম মান রিটার্ন করে।
acos(x)x এর arccosine মান রেডিয়ানে রিটার্ন করে।
asin(x)x এর arcsine মান রেডিয়ানে রিটার্ন করে।
atan(x)x এর arctangent মান -PI/2 এবং PI/2 রেডিয়ানের মধ্যে নিউমেরিক ভ্যালু হিসেবে রিটার্ন করে।
atan2(y,x)আর্গুমেন্টের ভাগফলের arctangent-কে রিটার্ন করে।
ceil(x)x এর মানকে নিকটতম উর্ধ্বগামী পূর্নসংখ্যায় নিয়ে এসে রিটার্ন করে।
cos(x)x এর cosine-এর মান রিটার্ন করে। (x এর মান রেডিয়ানে হবে)
exp(x)Ex এর মান রিটার্ন করে।
floor(x)x এর মান নিকটতম নিম্নমুখী পূর্ন সংখ্যায় রিটার্ন করে।
log(x)x এর E ভিত্তিক মৌলিক লগারিদম রিটার্ন করে।
max(x,y,z,...,n)নাম্বারের সর্বোচ্চ ভ্যালু রিটার্ন করে।
min(x,y,z,...,n)নাম্বারের সর্বনিম্ন ভ্যালু রিটার্ন করে।
pow(x,y)x এর ভ্যালু y এর পাওয়ারে রিটার্ন করে।
random()০ এবং ১ এর মধ্যে এলোমেলো(random) নাম্বার রিটার্ন করে।
round(x)x এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা রিটার্ন করে।
sin(x)x এর sine এর মান রিটার্ন করে। (x রেডিয়ানে থাকবে)
sqrt(x)x এর বর্গমূল রিটার্ন করে।
tan(x)একটি কোণের tangent মান রিটার্ন করবে।
Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion