ডমিনো তত্ত্ব: আন্তর্জাতিক সম্পর্কে ডমিনো তত্ত্ব বলে একটা কথা আছে। যুক্তরাষ্ট্র পঞ্চাশের দশকে প্রথমবারের মতো এই তত্ত্বের কথা প্রচার করছিল। পঞ্চাশের দশকে ইন্দোচীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্বর কথা প্রচার করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ । ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোন একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। অনেকগুলো তাস যদি দাড় করিয়ে রাখা যায়, একটিকে টোকা দিয়ে ফেলে দিলে এক এক করে পাশের তাসগুলোও পড়ে যাবে। এটাই হচ্ছে ডমিনো তত্ত্বের মূল কথা। একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায়, তাহলে পাশের রাষ্ট্রটিও এর প্রভাবে প্রভাবিত হবে এবং একসময় ওই রাষ্ট্রটিতেও সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
দক্ষিণ এশিয়া
দক্ষিণ পূর্ব এশিয়া
আফ্রিকা
অস্ট্রেলিয়া
পূর্ব ইউরোপ
পূর্ব-আফ্রিকা
দক্ষিণ-পূর্ব এশিয়া
নিকট প্রাচ্য
নিটক প্রাচ্য
পূর্ব আফ্রিকা
দক্ষিণ-পূর্ব এশিয়া
পূর্ব ইউরোপ
নিকট প্রাচ্য
পূর্ব আফ্রিকা
দক্ষিণ-পূর্ব এশিয়া
পূর্ব ইউরোপ