উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে?
ফাঁকা ঘরে নিচের কোনটিকে বসানো যাবে?
রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে বলল। মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল?
Civis + Civitas = Civics. যার আলোচ্য বিষয় হচ্ছে-
i.নাগরিকের অধিকার ও কর্তব্য
ii. নাগরিকের আচার-আচরণ ও সংস্কৃতি
iii. বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক ?
পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে—
i. রাষ্ট্রের অতীত ও বর্তমান রূপ
ii. প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে
iii. সম্পদ বণ্টনের অতীত ও বর্তমান রূপ
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের রিয়াজের পাঠ্যবিষয় হিসেবে কোন বিষয়টি রাখা উচিত?
উদ্দীপকে আলোচিত প্রসঙ্গসমূহ উচ্চ শিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে?
জনাব লতিফ সাহেবের কোন বিষয়ের জ্ঞানের অভাব রয়েছে?
জনাব লতিফ সাহেবের দেশাত্মবোধ জাগ্রত করতে হলে —
i. নাগরিক অধিকার সচেতন হতে হবে
ii. কর্তব্যবোধ জাগ্রত করতে হবে
iii. নাগরিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে
পৌরনীতি বিষয়ের নতুন নাম কী?
জাতিরাষ্ট্র আয়তনে কেমন?
'দেশ ঠিক মায়ের মতোই'–এ উপলব্ধিকে কী বলা যায়?
মানবসভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?
কোন ধরনের তত্ত্ব পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
কোনটি বৈশ্বিক সংগঠন?
ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে?
বাংলাদেশ সংবিধান সম্পর্কিত আলোচনা নাগরিকতার কোন দিক সম্পর্কিত আলোচনার অন্তর্ভুক্ত?
বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ বিষয় সম্পর্কে জানতে হলে কোনো ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে?
ভাষা আন্দোলন, ৬ দফা, ১৯৭০ এর নির্বাচন, ১৯৯০-এর গণঅভ্যুত্থান প্রভৃতি বিষয়গুলো কোন জাতীয় ঘটনা?
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয় দ্বারা কোনটি বোঝা যায়?
হাসান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। হাসানের সিটি কর্পোরেশন নাগরিকতার কোন দিক?
মিজান সাহেব একজন সরকারি কলেজের শিক্ষক। তিনি ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি নাগরিকের অধিকার, কর্তব্য ও সুনাগরিকদের গুণাবলি অর্জনের উপায়ও শিক্ষা দেন। তিনি নাগরিকতার কোন দিকটি নিয়ে কাজ করছেন?
বাংলাদেশের জনগণ ভাষার দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলন করে। এটি নাগরিকতার কোন দিককে ইঙ্গিত করে?
রওনক তার দেশের বিভিন্ন সময়কার সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে জানতে চায়। তার জনসংখ্যা ® রাজনৈতিক কোন বিষয়টি পাঠ করা উচিত?
কামাল ইসলাম ধর্মে আর রাজিব সাহা হিন্দু ধর্মে বিশ্বাসী। দুজনেই সাম্প্রদায়িক গোঁড়ামি, দীনতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্ত। কামাল ও রাজিব কোন বিষয়ের জ্ঞান লাভ করেছে বলে মনে কর?
পৌরনীতি পাঠে যে সব বিষয় সম্পর্কে জানা যায়----
i. নাগরিকের কার্যাবলি
ii. নাগরিকের আচার আচরণ
iii. নাগরিকের সংস্কৃতি
সুশাসন এক ধরনের—
উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্কযুক্ত?
'Governance' ইংরেজি প্রতিশব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত?
সুশাসন প্রত্যয়টি দ্বারা কোনটি নির্দেশ করে?
পৌরনীতি ও সুশাসন বিষয়ের দৃষ্টিতে গভর্নেন্স কী?
ইউএনডিপি-এর দৃষ্টিতে গভর্নেন্স মূলত কী?
সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত?
বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছিল?
সংগঠন পরিচালন প্রক্রিয়া, লক্ষ্য অর্জন প্রক্রিয়া ও সংগঠন কাঠামোর সমন্বিত রূপকে কী বলে আখ্যায়িত করা যায়?
গভর্নেন্স প্রত্যয়টির ইতিবাচক অর্থে কোনটি ব্যবহৃত হয়?
গভর্নেন্স এর প্রধান উপাদান কয়টি?
কোন বিষয়টিকে সরকারের উচ্চগুণ হিসেবে বিবেচনা করা হয়?
প্রতিনিধিত্বমূলক আইনসভার প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হয়ে থাকে?
সুশাসন সম্পর্কে ধারণা দিতে গিয়ে আঁখি বলেছিল, সুশাসন হলো টেকসই, সমতাপূর্ণ ও শক্তিশালী উন্নয়নের ধারক এবং আর্থিক স্বচ্ছতার জন্য অপরিহার্য একটি বিষয়। আঁখির ধারণার সাথে কোন প্রতিষ্ঠানের ধারণার সাদৃশ্য রয়েছে?
কাউসারের দেশের সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। কাউসারের দেশে কোনটি বিদ্যমান?
কোন দেশে যদি স্বাধীন বিচার বিভাগ বিদ্যমান থাকে, তাহলে ঐ দেশের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থন যোগ্য?
গভর্নেন্স বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত---
i.গভর্নেন্স বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত
ii. রাজনৈতিক জবাবদিহিতার সাথে
iii. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে
সংবেদনশীলতা শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
স্বচ্ছতা এর ইংরেজি প্রতিশব্দ কী?
সুশীল সমাজ হচ্ছে—
সুশাসনের বৈশিষ্ট্যে অংশগ্রহণের উদ্দেশ্য কী?
নাগরিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে কিনা তা কয়টি বিষয়ের দ্বারা বোঝা যায়?
সিটিজেন চার্টার-এর বাংলা প্রতিশব্দ কী?
ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা বলতে মূলত কোন ধরনের স্বার্থের ক্ষেত্রে ঐকমত্য হয়ে থাকে?
কার্যকারিতা ও দক্ষতার অর্থ কী?
সুশাসনের মূল চাবিকাঠি কী?
জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে বর্তমানে নাগরিকগণ কোনটি ব্যবহার করছে?
রুমির দেশে নাগরিকগণের নিকট সেবা পৌঁছানো বা তাদেরকে কোনো সেবা দেয়ার ক্ষেত্রে বেঁধে দেয়া সময়কে গরুত্ব দেওয়া হয়। উক্ত কার্যক্রম সুশাসনের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
পৌরনীতির বিষয়বস্তু ও পরিধির অন্তর্ভুক্ত হলো-
i. নাগরিকতা
ii. অধিকার ও কর্তব্য
iii. সামাজিক ও রাজনৈতিক বিষয়
সুশাসনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলো—
i স্বচ্ছতা
ii.জবাবদিহিতা
iii.আইনের শাসন
গভর্নেন্সকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিশ্বব্যাংক যে বিষয়গুলোর ওপর জোর দেয় তা হলো—
i. সামাজিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনা
ii. জনগণের সুষ্ঠু চাহিদা
iii. ক্ষমতা প্রয়োগ পদ্ধতি
বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?
প্রাচীনকালে কোথায় নাগরিক ও নগর রাষ্ট্রের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান ছিল?
পৌরনীতি সম্পর্কিত অধ্যয়ন কোথায় শুরু হয়েছিল?
দার্শনিক প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন?
বিখ্যাত 'The Republic' গ্রন্থটি কার লেখা?
'The Politics' গ্রন্থটি কোন দার্শনিকের লিখিত?
ম্যাকিয়াভেলী কোন শতাব্দীতে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের ধারণা দেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কত সালে পৌরনীতি বিষয়টি প্রথম অন্তর্ভুক্ত হয়?
মনি এমন একটি বিষয় পড়ছিল যার উৎপত্তি এবং এ সম্পর্কিত অধ্যয়ন প্রাচীন গ্রিসে শুরু হয়েছিল। প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। মনি কোন বিষয়টি পড়ছিল?
সাদেক সাহেব একজন উপজেলা ইঞ্জিনিয়ার এবং তার কাজের বিবরণী নির্বাহী প্রকৌশলী গ্রহণ করে থাকেন। এখানে সুশাসনের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে?
সুশাসনের দৃষ্টিকোণ থেকে সাম্য কী?
শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক'—উক্তিটি কার?
সুশাসন বিষয়টির ধারণা প্রথম কার কাছে পাওয়া যায়?
'সর্বোৎকৃষ্ট কল্যাণসাধন রাষ্ট্রের লক্ষ্য'— উক্তিটি ৯৯. পৌরনীতি ও সুশাসনের মৌলিক বিষয়বস্তু কার?
উন্নয়নমূলক গণতন্ত্রের ধারণার উদ্ভবে কার ভূমিকা মুখ্য?
প্রাচীন ভারতীয় পণ্ডিত কৌটিল্য তার 'অর্থশাস্ত্র' নামকগ্রন্থে আইনের শাসন, জনবান্ধব প্রশাসন, যৌক্তিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এব দুর্নীতিমুক্ত প্রশাসন ইত্যাদির দ্বারা কোন বিষয়ের ইঙ্গিত করেছেন?
পৌরনীতি ও সুশাসন পাঠ করলে—
i. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়
ii. উদার দৃষ্টিভঙ্গি অর্জন হয়
iii.সুশাসন প্রতিষ্ঠা হয়
বিষয় দুটির ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে—
i.শাব্দিক অর্থে
ii. বুৎপত্তিগত অর্থে
iii.বিষয়বস্তুর পরিধির দিক থেকে
রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?
নগররাষ্ট্রের স্থলে আধুনিক যুগে কীরূপ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে?
মানবসম্প্রদায়ের কোন বিষয়টিকে সমাজবিজ্ঞান বিষয়সমূহের প্রধান উপজীব্য বলে গণ্য করা হয়?
কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
কোনটি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রাণ হিসেবে ভূমিকা পালন করে?
রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু অপেক্ষা কেমন?
পৌরনীতি ও সুশাসনের মৌলিক বিষয়বস্তু কোনটি?
Polis শব্দের অর্থ কী?
জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন?
“ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।” উক্তিটি কার?
ম্যাকিয়েভেলী কোন দেশীয় চিন্তাবিদ
? চিহ্নিত স্থানে কী হবে?
লেখচিত্রে 'অ' ও 'ই' ঘরে অবস্থিত বিষয় দুটির সাদৃশ্যমূলক সম্পর্ক হলো—
i. উভয় শাস্ত্র পরস্পর নির্ভরশীল
ii. উভয় শাস্ত্র একে অপরের অংশ
iii. উভয় শাস্ত্র পরস্পরের পরিপূরক
লোক প্রশাসনের আলোচনা পদ্ধতি -
রাজশাহী সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান?
“রাজনীতি ও প্রশাসন মুদ্রার এপিঠ-ওপিঠ” – এটি কার মত?
সাংবিধানিক পদ সম্পর্কে নিচের কোনটি যৌক্তিক?
কোন স্থানীয় সংস্থার তুমি প্রাথমিক সদস্য?
বৃত্ত '৩' এর '?' চিহ্নিত স্থানে কী বসবে?
উপরের ফাঁকা ঘরটিতে কী বসবে?
কোন অধ্যয়ন শাস্ত্র পৌরনীতি ও সুশাসনের উৎকর্ষ সাধনে ভূমিকা পালন করে?
সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন-
অর্থনীতির মূল আলোচ্য বিষয় কোনটি?
একদলীয় শাসনব্যবস্থা দেখা যায় কোন অর্থনৈতিক ব্যবস্থায় ?
কিউবায় সমাজতান্ত্রিক দল ক্ষমতাসীন হওয়ার পর তাদের সম্পত্তি ব্যবস্থাও পরিবর্তিত হয়। বিষয়টি কার ধারণার সাথে সঙ্গতিপূর্ণ?
Ethics এর বাংলা প্রতিশব্দ কোনটি?
পৌরনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে মূল পার্থক্য রয়েছে কোন ক্ষেত্রে?
প্লেটো রাজার কোন গুণকে প্রাধান্য দিয়েছেন?
কোন দুটি শাস্ত্রের শিক্ষা সামাজিক মূল্যবোধকে জাগ্রত করে?
কোন গুণ একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চমার্গে পৌঁছে দিতে পারে?
'শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক' উক্তিতে—
i. আইনকে অস্বীকার করা হয়েছে
ii. বিচারকে প্রাধান্য দেওয়া হয়েছে
iii. ন্যায়কে প্রাধান্য দেওয়া হয়েছে
'শীতপ্রধান দেশের মানুষ কর্মঠ হয়'- কার উক্তি?
প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কোন ভৌগোলিক আবহাওয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ প্রধানত কীসের ওপর নির্ভর করে?
ভূগোলের কোন দিকটি মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?
রাষ্ট্রের নিরাপত্তা বহুলাংশে কীসের ওপর নির্ভর করে?
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দারিদ্র্য ও ক্রমবর্ধমান সম্পদ বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করে কোনটি?
পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা উভয়ের মূল আলোচ্য বিষয় কী?
রাফি এমন একটি বিষয় পড়তে চায় যার আলোচনার পদ্ধতি মূলত তত্ত্ব ও অনুসন্ধান মূলক। অন্যদিকে রাসেল গাণিতিক বিশ্লেষণধর্মী আলোচনার পদ্ধতি নিয়ে পড়তে চায়। রাফিকে কোন বিষয়টি পড়তে হবে?
পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় নাগরিকের-
হিউম্যান রাইটস এ্যান্ড জেন্ডার স্টাডিজের মূল লক্ষ্য কী?
কোনটি নাগরিক অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি ?
রাষ্ট্র, সমাজ ও পরিবার জীবনে নারী ও পুরুষের মধ্যে ব্যাপক অসাম্যের অবসান করে সাম্য ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ১৯৭৯ সালে জাতিসংঘ একটি সনদ পাস করে। এটি কী নামে পরিচিত?
তথ্য দেওয়া, সংরক্ষণ করা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তিকে কী বলে?
সুশাসনের অন্যতম একটি শর্ত কী?
কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান এক মতবিনিময়, সভায় বলেন, দারিদ্র্য ও ক্রমবর্ধমান বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটি বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। এখানে চেয়ারম্যান কোন বিষয়টির কথা বলেছেন?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে চালু করা হয়েছে—
i. ই-কর্মাস
ii. ই-পুঁজি
iii. ই-ডেমোক্রেসি
অনুচ্ছেদে পৌরনীতি ও নাগরিকতার সাথে কোন বিষয়ের সাদৃশ্যপূর্ণ সম্পর্ক দেখানো হয়েছে?
উক্ত বিষয়টি পৌরনীতি ও সুশাসনের যে বিষয়ের উন্নয়নে সহায়তা করে থাকে—
i. ই-গভর্নেন্স
ii. ই -গণতন্ত্র
iii. ই-গভর্নমেন্ট
আরও দেখুন...
or
Don't have an account? Register
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Ducimus nihil, quo, quis minus aspernatur expedita, incidunt facilis aliquid inventore voluptate dolores accusantium laborum labore a dolorum dolore omnis qui? Consequuntur sed facilis repellendus corrupti amet in quibusdam ducimus illo autem, a praesentium.
1 hour ago