প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। অবৃক্ষ জাতীয় ফলের মধ্যে প্রধান প্রধান ফল কোনটি ? 

২। চারা রোপণের কত দিন পূর্বে গর্ত খনন ও সার মিশ্রিত করে ভরাট করতে হয় ? 

৩। পেঁপে চারা রোপণের কত দিন পর ফুল ও ফল আসে ?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। কলা গাছের সাকার সম্পর্কে লেখ। 

২। আনারসের কয় ধরনের সাকার পাওয়া যায় লেখ । 

৩। পেঁপে গাছে সারের উপরি প্রয়োগ সম্পর্কে লেখ । 

৪ । পেয়ারার চারা রোপণের দূরত্ব ও সময় সম্পর্কে লেখ । 

৫। পেঁপের জাতের নাম লিপিবদ্ধ কর। 

৬ । কলার চারা রোপণ পদ্ধতি লেখ । 

৭ । কলার চারা শনাক্তকরণ পদ্ধতি লেখ। 

৮। কলার পানামা রোগের কারণ ও লক্ষণ লেখ । 

৯ । পেয়ারার ক্যাংকার রোগের কারণ ও দমন পদ্ধতি লেখ।

রচনামূলক প্রশ্ন 

১। কলা চাষের জন্য চারা নির্বাচন, চারা প্রস্তুতকরণ, চারা রোপণ, ও অন্তবর্তী পরিচর্যা সম্পর্কে লেখ । 

২ । আনারসের জন্য জমি ও মাটি নির্বাচন, চারা রোপণের দূরত্ব, চারা রোপণ পদ্দতি ও রোপণ পরবর্তী পরিচর্যা সম্পর্কে লেখ । 

৩। পেঁপে চাষের জন্য জমি তৈরি, গর্ত খনন, চারা রোপণ কৌশল, চারা রোপণের দূরত্ব ও রোপণ পরবর্তী পরিচর্যা সম্পর্কে লেখ । 

৪ । পেয়ারা চাষের জন্য মাটি ও জমি নির্বাচন, গাছের শাখা বিন্যাসের জন্য ছাঁটাই পদ্ধতি ও রোপণ পরবর্তী পরিচর্যা সম্পর্কে লেখ । 

৫ । আনারস, কলা, পেঁপে ও পেয়ারার আহরণ ও সংরক্ষণ পদ্ধতি লেখ । 

৬। পেঁপের পোকামাকড় ও রোগ দমন সম্পর্কে আলোচনা কর । 

৭ । টীকা লেখ: ক) পানি চারা খ) আনারসের সাকার

Content added || updated By

আরও দেখুন...

Promotion

Promotion