রিভেটের অংশসমূহ

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ১ - জেনারেল মেকানিক্স -১ | NCTB BOOK

 ■ মাথা : রিভেটের উপরের অংশটিকে "মাথা" বলা হয়। এগুলি বিভিন্ন কাজ অনুসারে বিভিন্ন ধরনের তৈরি করা হয়। 

■ শ্যাংক: রিডেটের নিচের অংশকে শ্যাংক বা বডি বলে। এটি আকারে গোলাকার।

■ টেল বা লেজ: এর কেন্দ্রের নীচের অংশটিকে টেল বলে। এটি কিছুটা টেপারড। এটি দুটি প্লেটের গর্তে ঢোকানো হয় এবং তাদের টেল পিটিয়ে মাথা তৈরি করা হয়। লেজের দৈর্ঘ্য ½ DI একটি রিডেট তার দৈর্ঘ্য এবং মাথার আকৃতি দ্বারা পরিচিত।

৪.৩.২, বিভিন্ন রিভেটের মেজারমেন্ট

৪.৩.৩, রিভেটার  বিভিন্ন জয়েন্ট সমূহ

🔳 নিজেকে যাচাই করো

Content added By

আরও দেখুন...

Promotion