১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনঃ
১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান তিনটি দল যথা কংগ্রেস, মুসলিম লীগ ও কৃষক-প্রজা পার্টি অংশগ্রহণ করে। এই নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি। এই মন্ত্রিসভায় শেরে বাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
জেনে নিই
নির্বাচনে জয়ী দলের আসন সংখ্যা | |
---|---|
মুসলিম লীগ | ৪০ |
কৃষক প্রজা পার্টি | ৩৫ |
স্বতন্ত্র্য মুসলিম | ৪১ |
স্বতন্ত্র হিন্দু | ১৪ |
ফজলুল হকের উল্লেখযোগ্য অবদানঃ