সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - জনসংখ্যা | NCTB BOOK

সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে।

শিক্ষা

সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার ২৭.৭০ শতাংশ এখনও অক্ষরজ্ঞানহীন। দরিদ্রতার কারণে অনেক পিতা-মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও, অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

স্বাস্থ্য

আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এজন্য চাহিদামতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। সাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতেও তারা অবদান রাখতে পারছে না।

পরিবেশ

অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূ-গর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

 

ক. এসো বলি

ছোট দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা কর :

• সমাজে কীভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়?

• কীভাবে আরও বেশি সংখ্যক শিশু বিদ্যালয়ে আনা যায়? 

এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা কর ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণিতে সবার সামনে উপস্থাপন কর।

 

খ. এসো লিখি

ষাস্থ্য সেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা কী?

 

গ. আরও কিছু করি

অতিরিক্ত জনসংখ্যার ফলে চলাচলের ক্ষেত্রে রাস্তা ঘাটে অনেক সমস্যার সৃষ্টি হয় । একজন পরিকল্পনাকারী হিসেবে নিজের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কী হবে?

• রেলপথ

• বাসযাত্রী

• গাড়ি চালক 

• পথচারী

 

ঘ. যাচাই করি

পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার ৩টি প্রভাব লেখ।

১…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

২…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

৩…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

 

Content added || updated By

আরও দেখুন...

Promotion