Admission
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) - প্রিলিমিনারি (প্রাথমিক) ড্রয়িং (Preliminary or Primary Drawing)

স্থাপত্যিক ডিজাইনের প্রাথমিক অবস্থার নকশা করার জন্য যে সকল ড্রয়িং করা হয় এটি মূলত রাফ স্কেচ।প্রাথমিক অলটারনেটিভ বা কিছু নকশা থেকে একটি নির্বাচন করে তার প্রেজেন্টেশন ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।

সাধারণত গ্রাফ কাগজে বা লাইন স্কেচ করা হয় কিংবা ১ : ১০০ স্কেলে করা হয়। প্ল্যান, এলিভেশন ও মুক্তহস্তে পার্সপেক্টিভ দৃশ্য বা যে কোনো 3D একে স্টাডি করা হয়।

Content added By
Promotion