উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - প্রশ্নমালা

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 
১. লেট অফ এর সংজ্ঞা দাও। 
২. লেট অফ মোশনের সাথে কোন মোশনের সামঞ্জস্য রয়েছে ? 
৩. তাঁতে সুতার টেনশন ঠিক রাখার জন্য কোন মোশন ব্যবহার হয় ? 
৪. লেটঅফ এর চেয়ে টেকআপ বেশি হলে কি অসুবিধা হবে ? 
৫. টেকআপ কম হলে কি অসুবিধা হবে ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. লেট অফ মোশনের উদ্দেশ্য লেখ। 
২. লেট অফ মোশনের প্রয়োজীয়তা কী? 
৩. লেট অফ মোশনের শ্রেণিবিভাগ কর । 
৪. টানা ও পড়েন সুতার টেনশন বা টানার অনুপাত সঠিক রাখলে সুবিধা কী? 
৫. ওয়ার্স বা টানা সুতার টেনশন কি নিয়ন্ত্রণ করা যায়? 

রচনামূলক প্রশ্ন 
১. চিত্রসহ নেগেটিভ লেট অফ মোশনের বর্ণনা দাও। 
২. পজিটিভ ও নেগেটিভ লেট অফ মোশনের মধ্যে পার্থক্যগুলো লেখ। 
৩. পজিটিভ ও নেগেটিভ অফ মোশনের সুবিধা ও অসুবিধাগুলো তোমার নিজের ভাষায় লেখ ।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion