এ্যাভো মিটার দিয়ে বৈদ্যুতিক সার্কিটের ডিসি/এসি কারেন্ট, বৈদ্যুতিক ভোল্টেজ ও গ্রহম বা রোধ পরিমাণ করা হয়। কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের সময় লোডের চেয়ে বেশি রেঞ্জে রেখে পরিমাপ করতে হয়, এতে মিটার সহজে নষ্ট হয় না।
AVO মিটার ক্যান্সিব্রেটিং
এ্যাডোমিটার ক্যালিব্রেট করার পদ্ধতি-
ক) কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের সময়
খ) রোধ পরিমাপের সময়
(ডিজিটাল মিটার অন করলে রিডিং জন্য দেখায় কিনা দেখতে হবে, তাছাড়া অন্য কোন ক্যালিব্রেটিং এর প্রয়োজন হয় না)
আরও দেখুন...