যেসব মৌলের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তবে, ভর সংখ্যা একই হয়ে থাকে তাদেরকে পরষ্পরের আইসোবার বলা হয়।
***আইসোবার= ভর সমান, প্রোটন ভিন্ন; পৃথক মৌল।***
যেমনঃ
Cu (কপার) এর পারমাণবিক সংখ্যা 29, এবং
Zn (জিংক) এর পারমাণবিক সংখ্যা 30
তবে উভয় মৌলের ভরসংখ্যা 65। ফলে এরা পরষ্পরের আইসোবার।
একইভাবে, K(পটাসিয়াম), Ca(ক্যালসিয়াম) একে অপরের আইসোবার।