On This Page
তথ্য প্রযুক্তি - কম্পিউটার - ইয়াহু

ইয়াহু হলো গুগলের মত একটি সার্চ ইঞ্জিন সাইট। অর্থাৎ নেটে কিছু সার্চ করে বের করার ওয়েব সাইট এর নাম। ২০০০ সালের আগে গুগল এখনকার মত জনপ্রিয় ছিলো না, তখন সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মধ্যে ইয়াহু ছিলো টপ লেভেলের একটা কোম্পানি। 

১৯৯৪ সালের জানুয়ারি মাসে আমেরিকাতে ইয়াহুর যাত্রা শুরু হয়। ৯০ এর দশকে এটি সর্বাধিক জনপ্রিয় ওয়েব সাইট ছিলো। এখনো কিছুটা আছে তবে ধুকে ধুকে আরকি!!

Yahoo এর জনক প্রতিষ্টাতা হলেন Jerry Yang এবং David Filo নামের দুজন।

Content added By

Promotion