Job
তথ্য প্রযুক্তি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা

আইটি (IT) নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো উৎপাদন প্রক্রিয়ার একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণত আইটি সেবার ব্যবস্থার সাথে সম্পর্কিত। এটি উৎপাদন এবং বিনিময়ের প্রক্রিয়াতে কম্পিউটার এবং অন্যান্য সংজ্ঞায়িত প্রযুক্তির ব্যবহার করে প্রভাব ফেলে।

আইটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণগতভাবে উন্নয়ন পাচ্ছে কারণ এটি উৎপাদন এবং বিনিময়ের জন্য সম্পূর্ণ প্রযুক্তিপূর্ণ হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ সম্পূর্ণ অটোমেটেড উৎপাদন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সব ধরনের আইটি সেবা এবং একটি স্কেল এরপর স্কেল উত্পাদন সম্পর্কিত তথ্য মনিটরিং ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। 

বর্তমানে আমাদের দেশ পােশাক শিল্প, মৎস্য খাত, ওষুধ শিল্প, নিত্যপ্রয়ােজনীয় সামগ্রী ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদনের ধারাবাহিকতাকে ধরে রেখেছে। আইসিটিনির্ভর এ সকল যন্ত্রপাতির প্রত্যক্ষ ব্যবহার মানুষের চাহিদা পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিচের উদাহরণটি হতে তােমরা উৎপাদন ব্যবস্থায় কীভাবে আইসিটি ব্যবহার হচ্ছে তার একটি ধারণা পাবে। মালয়শিয়াতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০০৯ সালে ৮০ হাজার গরুর কানে Radio-Frequency Identification (RFID) সংযােজন করেছে। এতে প্রতিটি পশুকে সহজে শনাক্ত করা যাবে এবং এর মালিকের নাম, লিঙ্গ, জন্ম উৎস ইত্যাদি তথ্যও পাওয়া যাবে। এশিয়াতে এটিই প্রথম এ ধরনের উদ্যোগ। এতে করে আন্তর্জাতিক বাজারে প্রতিযােগিতা করতে সুবিধা হবে। তাছাড়া সংক্রমিত রােগ প্রাদুর্ভাব রােধে দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করবে। আমাদের দেশেও বর্তমানে অনেক ভারী ও মাঝারি শিল্প উৎপাদন ব্যবস্থায় আইসিটি ব্যবহার করছে। অধিকাংশ যন্ত্রাংশ কম্পিউটার বা প্রােগ্রামনির্ভর। যেমন খাদ্যশিল্প,  আবাসন শিল্প, বস্ত্রশিল্প ইত্যাদি।

Content added || updated By