তথ্য প্রযুক্তি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - Uniform Resource Locator (URL)

Url এর পূর্ণরূপ বা URL full form হল uniform resource locator (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) । uniform resource locator এর মানে হল রিসোর্স লোকেট করা অর্থাৎ খোঁজা । এইসমস্ত ইনফরমেশন স্টোর থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www এ তে। 

ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েবসাইটে প্রবেশ করলে সেই ওয়েব সাইটের উপরে একটি এড্রেস দেখতে পান সেটাই হচ্ছে ইউআরএল । অর্থাৎ ইউআরএল বলতে বোঝায় ওয়েবসাইটের এড্রেস বা ঠিকানা কে । 

প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা আলাদা Url থাকে। এই ইউআরএল এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা যায়। আপনারা এই আর্টিকেলটি পড়ছেন, ঠিক আপনারা কি আর্টিকেলের একদম উপরের দিকে চলে যান এড্রেসবারে একটি লিঙ্ক পাবেন  এটাই হচ্ছে ইউআরএল ।

 

Content added By

Promotion