সাধারণত কত তাপমাত্রায় শ্বসন প্রক্রিয়া ভালোভাবে চলে ?

Created: 2 years ago | Updated: 2 years ago

শ্বসন প্রক্রিয়ার প্রভাবকসমূহ (Factors of Respiration)

 শ্বসন একটি জৈবরাসায়নিক প্রক্রিয়া। অন্যান্য জৈবরাসায়নিক প্রক্রিয়ার মতো এ প্রক্রিয়াও কিছু বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবকে নিয়ন্ত্রিত হয় ।

ক. বহিঃপ্রভাবকসমূহ (External factors)

১. অক্সিজেনের ঘনত্ব : অক্সিজেনের ঘনত্ব সবাত শ্বসনকে প্রভাবান্বিত করে। অক্সিজেনের ঘনত্ব ৫%-১০০% পর্যন্ত বৃদ্ধি শ্বসনের হার ক্রমান্বয়ে বাড়ে। কিন্তু ৫% এর পূর্ব পর্যন্ত অক্সিজেনের ঘনত্ব বৃদ্ধিতে শ্বসনের হারের কোন “উল্লেখযোগ্য পরিবর্তন হয় না।

২. তাপমাত্রা : ০°-৪৫° সেল. পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধিতে শ্বসনের হার ক্রমান্বয়ে বাড়ে। ৪৫° সেল. এর উর্ধ্ব তাপমাত্রায় শ্বসনের হার ক্রমান্বয়ে হ্রাস পেয়ে শ্বসন বন্ধ হয়ে যায়।

৩. কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব : শ্বসনিক বস্তুর চতুর্দিকে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে শ্বসনের হার কমে যায় । 

৪. আলো : শ্বসনের উপর আলোর প্রভাব পরোক্ষ। কম তীব্র আলো অপেক্ষা অধিক তীব্র আলোতে স্টোমাটা বেশি খোলা থাকে । ফলে, অধিক অক্সিজেন প্রবেশ করায় শ্বসনের হার বেশি হয়। আলো সালোকসংশ্লেষণের মাধ্যমে শ্বসনিক বস্তু তৈরি করেও শ্বসনকে প্রভাবন্বিত করে। 

৫. পানি পানি শ্বসনকে পরোক্ষভাবে প্রভাবিত করে। পানি-সম্পৃক্ত প্রোটোপ্লাজমে শ্বসন অতি দ্রুত চলে। শ্বসনে জড়িত এনজাইমগুলোর সক্রিয়তার জন্যও পানির প্রয়োজন হয়।

খ. অন্তঃপ্রভাবকসমূহ (Internal factors)

 ৬. শ্বসনিক বস্তুর পরিমাণ ও প্রকৃতি : অন্যান্য অবস্থা অনুকূল থাকলে শ্বসনিক বস্তুর পরিমাণ বাড়ালে শ্বসনের হার বৃদ্ধি পায়। শ্বসনিক বস্তুর প্রকৃতির উপর শ্বসনের হার নির্ভরশীল।

৭. কোষের বয়স : কোষের বয়সের উপর শ্বসনের হার অনেকটা নির্ভরশীল। পরিণত কোষ অপেক্ষা অপরিণত কোষে সাধারণত বেশি প্রোটোপ্লাজম থাকে। এজন্য ভাজক কোষে শ্বসনের হার অধিক পরিলক্ষিত হয়।

৮. এনজাইম : শ্বসনক্রিয়া সম্পন্নের জন্য বিশেষ কতকগুলো এনজাইমের প্রয়োজন হয়। এসব এনজাইমের যে কোন একটির অভাবে শ্বসন ক্রিয়া বন্ধ থাকে। এনজাইমগুলোর পরিমাণের তারতম্যে শ্বসনের হারেরও তারতম্য হয়।

Content added By

Related Question

View More