নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
Description (বিবরণ) :
প্রশ্ন: নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
ব্যাখ্যা:
নীল যে আকাশ = নীলাকাশ কর্মধারয় সমাস।
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম= নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট= শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা= কাঁচামিঠা।
Related Question
Which one is in singular number?
Criteria
Data
Agenda
Index
Singular number is Index.
Option গুলোর মধ্যে criteria হচ্ছে criterion এর plural; data হচ্ছে datum এর plural; agenda হচ্ছে agendum এর plural এবং index হচ্ছে singular form যার plural হচ্ছে indices.
The ---- board has deleted a number of scenes?
Censer
Censar
Censor
Censur
The ---- board has deleted a number of scenes. প্রশ্নোক্ত বাক্যের অর্থানুসারে Censor শব্দটিই appropriate.
Option গুলোর মধ্যে censer- ধুপাদার; censar- কোন শব্দ নয়; censor- বিচারক, পরীক্ষক এবং censur- এর কোনো ব্যবহার নেই।
I decided to go --- with my friend as I needed some exercise.
to walk
for a walk
for walking
walk
I decided to go --- with my friend as I needed some exercise. প্রদত্ত বাক্যের অর্থানুসারে for a walk বসে।
'হাঁটতে যাওয়া' অর্থে 'go for a walk' phrase টি ব্যবহৃত হয়।
Which of the following sentences is correct sentence?
I forbade him from going
I forbade him to go
I forbade him going
I forbade him not to go
The correct sentence is- I forbade him from going.
Forbid শব্দের ব্যবহার হচ্ছে- forbid- sb form doing sth/sb doing sth/sb to do sth. এ নিয়মানুসারে option গুলোর প্রথম তিনটি সঠিক। তবে, most appropriate হিসেবে I forbade him from going- ই সঠিক।
The word "Indigenous" is meaning of ---
Foreign
Native
Local
Remote
The word "Indigenous" is meaning of --- Native.
Indigenous শব্দটির অর্থ: দেশীয়, দেশীয়, দেশী, স্বদেশজাত, দেশজ, দেশজাত, দিশি, সহজাত।
Native শব্দটির অর্থ : স্থানীয়, অসভ্য লোক, ছলাকলাশূন্য, প্রকৃতিগত, জন্মগত, অধিবাসী, অসভ্য জাতির লোক, স্থানীয়, প্রকৃতিজ, প্রকৃতিজাত, বাসিন্দা, দৈশিক, দেশজ, সহজাত, স্বাভাবিক, বিদ্যমান, সাদাসিধা, কোনো দেশের বা স্থানের লোক, স্থানীয় অধিবাসী।