নিম্নের এসিড গুলোর মধ্যে কোনটি বেশি শক্তিশালী?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

কক্ষ তাপমাত্রায় এসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন হলে যে তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে।

সব তীব্র এসিড ও সব তীব্র ক্ষার পানিতে আয়নিত হয়ে যথাক্রমে সর্বাধিক OH- এবং H+ আয়ন দেয়, তাই সব তীব্র এসিড এবং তীব্র ক্ষারের মধ্যে আসলে একই বিক্রিয়া ঘটে। এর মানে সব তীব্র এসিড ও সব তীব্র ক্ষারের প্রশমন তাপ একই অর্থাৎ ধ্রুব হবে।

তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক এবং এর মান -57.34 kj/mol। তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক; কারণ তীব্র এসিড ও তীব্র ক্ষার হিসেবে যেটাকেই নেওয়া হোক না কেন, প্রশমন বিক্রিয়ায় এসিড থেকে প্রাপ্ত H+ আয়ন ও ক্ষার থেকে প্রাপ্ত OH- আয়ন বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করতে -57.34 kj/mol তাপ উৎপন্ন হয়। এ জন্য তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক হয়।

Content added By
Promotion