Related Question
'অন্ধকার'এর সমার্থক শব্দ নয় -----
তিমির
কাজল
আঁধার
অমানিশা
Description (বিবরণ) :
'কাজল' এর সমার্থক শব্দ: অঞ্জন, সুরমা, মসি। আর 'অন্ধকার' এর সমার্থক শব্দ: আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
'পর্বত'এর সমার্থক শব্দ নয় ----
পাহাড়
গিরি
শিলা
শৈল
Description (বিবরণ) :
'পর্বত' এর সমার্থক শব্দ: পাহাড়, গিরি, ভূধর, অচল, অদ্রি। আর শিলা এর সমার্থক শব্দ: পাথর, কাঁকর, শিলাবৃষ্টি।
'তিমির'এর বিপরীতার্থক শব্দ -----
আলো
তিরস্কার
কালো
অন্ধকার
Description (বিবরণ) :
'তিমির' শব্দের সমার্থক শব্দ: অন্ধকার, আঁধার, অমানিশা, তমসা, তম, তমিস্র। এর বিপরীত শব্দ আলো।
'মুক্ত'এর বিপরীতার্থক শব্দ ----
স্বাধীন
বদ্ধ
মুক্তি
বাহির
Description (বিবরণ) :
'মুক্ত' এর সমার্থক শব্দ: খোলা, অবারিত, অবাধ, উন্মুক্ত, স্বাধীন, মুক্তি, বাহির। এর বিপরীত শব্দ: বন্দী, বদ্ধ।
কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম-
OR , AND ,NAND
NOR, AND, NOT
OR, AND, NOT
NOR , NAND , EX-OR