কোনটি বলকান রাষ্ট্র?

Created: 6 years ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

বলকান অঞ্চল (The Balkans) বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কৃপা নদীগুলি অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। যার অর্থ সারি সারি পর্বত। বলকান অঞ্চলের আয়তন প্রায় ৫.৫০,০০০ বর্গকিলোমিটার। এ অঞ্চলে প্রায় সাড়ে ৫ কোটি লোকের বাস। ঐতিহাসিকভাবে বলকান ছিল। উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশ।

জেনে নিই

  • বলকান শব্দটি তুর্কি শব্দ যার অর্থ এক সারি পর্বত ।
  • বলকান পর্বতের পাদদেশে অবস্থিত।
  • দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশসমূহ বলকান নামে পরিচিত।
  • বলকান পাহাড় বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত পর্বতমালা।
  • উল্লেখ্য, বলকান রাষ্ট্রসমূহ উসমানী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল।

বলকান রাষ্ট্র মোট ১১ টি

  1. সার্ভিয়া
  2. মান্টিনিগ্রো
  3. ক্রোয়েশিয়া
  4. বুলগেরিয়া
  5. কসোভো
  6. আলবেনিয়া
  7. স্লোভেনিয়া
  8. বসনিয়া
  9. মেসিডোনিয়া
  10. গ্রিস
  11. রোমানিয়া

[নোট: সাবেক যুগোস্লোভিয়ার ভেঙ্গে যাওয়া ৭টি রাষ্ট্রও বলকান রাষ্ট্র।

Content added || updated By
Promotion