SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ?

Created: 2 years ago | Updated: 2 months ago

বায়োম

ক. তুন্দ্রা বায়োমঃ 

১। এ অঞ্চলে সারা বছর বরফ দ্বারা আবৃত থাকে । 

২। গ্রীষ্মকালে তাপমাত্রা ৯°C এর বেশি হয় না এবং শীতকালে তাপমাত্রা 0°C এর নিচে নেমে আসে।

৩। এখানে বছরে ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকে। 

৪ । সুমেরু ও কুমেরু নিয়ে এ মেরুমণ্ডল গঠিত

বসবাসকারী প্রাণি ও উদ্ভিদঃ ঘাস, মস, লাইেেকন, বল্লা, হরিণ, নেকড়ে, খরগোশ, পেচা, বাজপাখি প্রভৃতি।

খ. মরুভূমির বায়োমঃ

১। এই অঞ্চল অতি উষ্ণ।

২। এখানে স্থায়ী অথবা সাময়িকভাবে প্রবাহিত জলাশয় অনুপস্থিত।

৩। এ অঞ্চলে বাতাসে আর্দ্রতা না থাকায় সূর্যরশ্মি মাটিতে পড়ে ফলে তাপমাত্রা অনেক উচ্চতায় পৌঁছায় ।

 ৪। মরুভুমির প্রাণীরা রাতে চলাচল করে ।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ কাঁটা ঝোপ, রসালো ক্যাকটাস, খেজুর, ইঁদুর, গিরগিট, র‍্যাটল সাপ প্রভৃতি।

গ. তৃণভূমির বায়োমঃ 

১। এ বায়োমের বার্ষিক গড় বৃষ্ণিপাত ২৫-৭৫ সে.মি. । 

২। এখানকার মাটি হিউমাস সমৃদ্ধ হওয়ায় ঘাস জাতীয়

উদ্ভিদ উৎপাদনের জন্য বিশেষ উপযোগী ।

৩। ঘাসের পাতা খাড়া ও সুরু হওয়ায় প্রস্বেদন কম হয় ।

৪ । বৃষ্টিপাত কম হওয়ায় মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকে।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ ঘাস, গুল্ম জাতীয় উদ্ভিদ, গম, যব, রাই, জেব্রা, নেকড়ে, এন্টিলোপ, ঘাসফড়িং, মৌমাছি, চড়ুই, পেচা প্রভৃতি।

ঘ. পর্ণমোচী অরণ্যের বায়মঃ 

১। শীতকালে বনাঞ্চলের উদ্ভিদের পাত ঝারে যায়। যথেষ্ট বৃষ্টিপাত হয় ।

২। এ অঞ্চল নাতিশীতোষ্ণ, 

৩। এ অঞ্চলের প্রাণীদের অনেকেই গর্তে বাস করে।

৪ । এখানে ঋতুচক্র উপস্থিত।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ পর্ণমোচী উদ্ভিদ (সাধারণত ম্যাপল ও এক) হরিণ, কাঠবিড়ালী, বনবিড়ালী, সাপ, উদ প্রভৃতি।

ঙ. সাভানা বায়োমঃ 

১। এ অঞ্চলে দাবানল, ভূমিধঊমি রূপ প্রকৃতির। 

২। এখানে উচ্চ তাপমাত্রা বিদ্যমান ।

৩। এখানে বৃষ্টির পরিমাণ কম। 

৪ । বছরে ১০০-১৫০ সে.মি. বৃষ্টিপাত হয়।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ ঘাস, গুল্ম ও জোপঝাড় জাতীয় উদ্ভিদ, বাবলা, তাল জাতীয় উদ্ভিদ, ক্যাঙ্গারু, হাতি, সিংহ, সাপ, উইপোকা প্রভৃতি।

চ. ক্রান্তীয় বা প্রপিক্যাল বায়োমঃ

১। এখানে বৃষ্টিপাত প্রায় সারা বছরই হয়।

২। এ ধরনের বনাঞ্চল ঘন চিরহরিৎ এবং নানা প্রকার বড় বড় বৃক্ষ সমৃদ্ধ।

৩। প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটি ভেজা ও স্যাঁতসেঁতে থাকে । 

৪। উদ্ভিদের বৃদ্ধি হয় বছরব্যাপী।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ পরাশ্রয়ী উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ, চিরহরিৎ ও পর্ণমোচী বৃক্ষ, বানর, বিভিন্ন প্রকার পাখি, উভচর, কীটপতঙ্গ, ঝোঁক, শামুক, পিপীলিকা উইপোকা, বিছা প্রভৃতি।

ছ. তৈগা বায়োমঃ 

১। উপমেরু দেশীয়, সংক্ষিপ্ত ও শীতল গ্রীষ্মকাল ।

২। দীর্ঘ ও অতিশীতল শীতকাল । 

৩। শীতকালে বরফপাত হয়।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ সরলবর্গীয় চিরহরিৎ বৃক্ষ (পাইন, ফার, স্পুস ইদ্যাদি), শিয়াল, ভালুক প্রভৃতি।

জ. চ্যাপারাল বায়োমঃ 

১। শীতলকালে প্রচুর বৃষ্টিপাত। 

২। দীর্ঘ উত্তপ্ত বা শুষ্ক গ্রীষ্মকাল ।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ কাটা ঝোপ, শক্ত বীরুৎ জাতীয় উদ্ভিদ, ক্ষুদ্র ক্ষুদ্র চিরহরিৎ বৃক্ষ।

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.