ইসরাইলকে কোন দেশ- প্রথম স্বীকৃতি দেয়?

Created: 6 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
  • রাষ্ট্রীয় নামঃ State of Israel
  • রাজধানীঃ জেরুজালেম
  • ভাষাঃ হিব্রু
  • মুদ্রাঃ শেকেল

মৌলিক তথ্য

ইসরাইল ইতিহাসে প্যালেস্টাইন নামে পরিচিত ভূ-ভাগের অংশ দখল করে রাষ্ট্র গঠন করে। মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম। ব্যবিলনীয়দের দ্বারা আক্রান্ত হলে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। অষ্টাদশ শতকে পৃথিবীতে ছড়িয়ে থাকা ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন এবং প্যালেস্টাইনে একত্রিত হন। ১৯৪৮ সালে ইহুদিরা আরব ভূমিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ।

জেনে নিই

  • ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়- ১৪ই মে ১৯৪৮ সালে।
  • ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্ঠা- থিওডোর হার্জেল ।
  • ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
  • বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র- ইসরাইল।
  • বেলফোর ঘোষণা হয়- নভেম্বর, ১৯১৭ সালে।
  • ১৯১৭ সনে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়।
  • বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
  • পি.এল.ও ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে- ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সালে।
  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ- যুক্তরাষ্ট্র (১৪ মে, ১৯৪৮)।
  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর (২৬ মার্চ, ১৯৭৯)।
  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক (২৮ মার্চ, ১৯৪৯)।
  • গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে- সিরিয়া ও ইসরাইলের।
  • এশিয়ার ইহুদি বসতি রাষ্ট্র- ইসরায়েল।
  • ইসরাইলের মূল ভাষা- হিব্রু।
  • আরব-ইসরায়েলের মধ্যে প্রথম শান্তি চুক্তিপত্র- 'ক্যাম্প ডেভিড' চুক্তি।
  • 'ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।।
  • 'ক্যাম্প ডেভিড' চুক্তির উদ্যোক্তা- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  • ইসরাইলের গোয়েন্দা সংস্থা- মোশাদ, আমান ।
  • Wailing Wall জেরুজালেমে অবস্থিত।

ইসরাইলকে স্বীকৃতি

  • ইহুদিবাদ আন্দোলনের জনক/প্রবক্তা- থিওডর হার্জন।
  • স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
  • স্বীকৃতি দানকারী প্রথম দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র
  • ইসরাইল রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট- চাইম ওয়াইজম্যান।
  • এসিটোন বিস্ফোরক আবিষ্কার করে- চাইম ওয়াইজম্যান।
  • স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ।
  • ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন- ডেভিড বেন গুরিয়েন।
Content added || updated By
Promotion