NMR মেশিন ঠান্ডা করণে ব্যবহৃত হয়?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

রোগ নির্ণয়ে MRI পরীক্ষার মূলনীতি

 

ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই)। শরীরের ভেতরের কোনো অঙ্গের স্পষ্ট ছবি পেতে এই পরীক্ষা করা হয়। এর মাধ্যমে সেই অঙ্গের যেকোনো অস্বাভাবিক অবস্থা বা নির্দিষ্ট কোনো রোগ খুব সহজেই নির্ণয় করা যায়।

যেসব রোগনির্ণয়ে এমআরআই

• টিউমার, স্ট্রোকসহ মস্তিষ্কের অন্যান্য রোগ।

• মেরুদণ্ডের রোগ বা আঘাত।

• হাঁটু, গোড়ালি, কবজি, কাঁধ ইত্যাদি অস্থিসন্ধি, হাড় ও মাংসপেশির সমস্যা।

• রক্তনালির রোগ।

• নাক, কান, গলা ও চোখের সমস্যা।

• প্রোস্টেটের সমস্যা।

• ক্যানসার।

• নারীদের তলপেট ও স্তনের অস্বাভাবিকতা।

• লিভার, কিডনি, পিত্তনালিসহ বিভিন্ন আন্ত্রিক রোগ।

 

এই মেশিনে চৌম্বক ক্ষেত্র তৈরীর জন্য যে চুম্বক ব্যবহার করা হয় তার শক্তি সাধারণত ৫০০০ থেকে ২০০০০ গস (Guass) পর্যন্ত হয়ে থাকে। যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান মাত্র ০.৫ গস (Guass)। হাইড্রোজেন পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট তথা চৌম্বক ক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা বেশি (কারণ এতে অযুগ্ম ইলেক্ট্রন থাকে) এবং মানবদেহে এদের সংখ্যা অসীম। তাই হাইড্রোজেনকেই বেছে নেয়া হয়

Content added By
Promotion