মনোয়ারা জামান একজন গৃহিণী। পারিবারিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে তিনি মুরগির ফার্ম খোলার পরিকল্পনা করেন। প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে তিনি কর্মী নিয়োগ করেন। মাসখানেক পর তিনি ফার্মে এসে অনেক অব্যবস্থাপনা দেখতে পান ।
মনোয়ারা জামানের করণীয় ছিল -
i. পরিকল্পনা করা ।
ii. উদ্যোগ নেওয়া।
iii. কাজের অগ্রগতি পরীক্ষা করা।