চতুর্থ শ্রেণির ছাত্র তাহমীদের কৌতূহলের সীমা নেই। স্কুল থেকে ফিরেই তার চারপাশের বিভিন্ন বিষয় জানার জন্য সে মাকে নানা প্রশ্ন করে। ইদানীং সে দাবা খেলা শিখেছে। এতে ভীষণ আনন্দিত।
৪। ওই স্তরে তাহমীদ—
i. চিন্তাশক্তির বিশ্লেষণ করতে পারে।
ii. নিজ অবয়বের প্রতি আকৃষ্ট হয় ৷
iii. ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে ।
নিচের কোনটি সঠিক?