নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিন

এস. আর খান সজীব একটি প্রাইভেট ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। তিনি একজন সমাজসেবকও রটে। পরিবেশবান্ধব উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার লক্ষ্যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাই বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যুবকদের সাথে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি বিশেষ কয়েকটি দিক নিয়ে পরিকল্পনা করেছেন।

উদ্দীপকের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে—

i. আন্তর্জাতিক সহযোগিতা

ii. প্রাতিষ্ঠানিক সহযোগিতা 

iii. জাতীয় সহযোগিতা 

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসং প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে 'টেকসই উন্নয়ন অতীষ্ট (এসডিজি) অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী শ্রেণিতে আমরা এসডিজি সম্পর্কে ধারণা পেয়েছি। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান ভালে কাজ করে যাচ্ছে। কিন্তু এ কাজ খুব সহজ নয়। এ কাজে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। এ অধ্যায়ে এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এসডিজি অর্জনের ফলাফল, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের করণীয় সম্পর্কে জানব।

  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারব;
  •  টেকসই উন্নয়ন অতীষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব ।
Content added By
Promotion