সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? 

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এগুলোর কোনোটি দেহবৃদ্ধি ঘটায়, কোনোটি জননকোষ সৃষ্টি করে, আবার কোনোটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই বিভিন্ন ধরনের কোষ বিভাজন কীভাবে হয়ে থাকে, এ সম্পর্কে আমরা এ অধ্যায়ে জানার চেষ্টা করব।

 

  • কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারব। 
  • মাইটোসিস ব্যাখ্যা করতে পারব। মাইটোসিসের পর্যায়সমূহ বর্ণনা করতে পারব। 
  • জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের পুরুত্ব বিশ্লেষণ করতে পারব। 
  • মিয়োসিস ব্যাখ্যা করতে পারব। জননকোষ উৎপাদনে মিয়োসিসের তাৎপর্য ব্যাখ্যা করতে পারব।
  • জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান উপলব্ধি করতে পারব।
Promotion