পিতা-মাতার পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া-বিবাদ, মারামারির মধ্যে লিমনের বয়ঃপ্রাপ্তি ঘটেছে। একপর্যায়ে পিতা-মাতার বিবাহ বিচ্ছেদের পর সে একাই বড় হয়েছে। পাড়া-প্রতিবেশীর মধ্যেও সে একই আচরণ লক্ষ করছে। নিজের বিয়ের পরে তার সংসারেও প্রতিদিন একই ঘটনা ঘটছে। লিমনের পরিবার এ সমস্যা থেকে মুক্তি পেতে সমাজকর্মীর শরণাপন্ন হয়েছে।
স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কী?