নিচের উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর

জনাব 'X' একজন আমেরিকা প্রবাসী। তিনি সেখানে একজন আমেরিকান মহিলাকে বিয়ে করেন। বিয়ের এক বছর পর তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। 

জনাব 'X' এর ছেলে অর্জন করবে -

i. দ্বৈত নাগরিকতা 

ii. একক নাগরিকত্ব 

iii. জন্মনীতি ও জন্মস্থান নীতি 

নিচের কোনটি সঠিক?

Created: 10 months ago | Updated: 10 months ago
Updated: 10 months ago

আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে কিছু অধিকার ভোগ এবং কর্তব্য পালন করি। আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হতে পারি । সুনাগরিক রাষ্ট্রের সম্পদ । আমাদের প্রত্যেকের সুনাগরিকতার শিক্ষা লাভ করা অত্যাবশ্যক । এ অধ্যায়ে নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের উপায়, দ্বৈত নাগরিকতা, সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য, নাগরিক অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে । এ অধ্যায় পড়া শেষে আমরা-
♦ নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা করতে পারব
♦ দ্বৈত নাগরিকতা ব্যাখ্যা করতে পারব
♦ সুনাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা বর্ণনা করতে পারব
♦ নাগরিক অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হব ।

Promotion