নিচের উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর

মি. সাংহুয়া চীনের একজন খ্যাতনামা প্রকৌশলী। তিনি ঢাকা- বুড়িগঙ্গা সেতু নির্মাণের প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়ে পরিবারসহ প্রায় পঁচিশ বছর আগে বাংলাদেশে এসে বসবাস করছেন। তিনি এদেশে জমি ক্রয় করে বাড়ি তৈরি করেছেন। নিয়মনীতি অনুসরণপূর্বক এখন তারা পরিবারের সকলে বাংলাদেশের নাগরিক। 

মি. সাংহুয়া কোন সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছেন?

Created: 11 months ago | Updated: 11 months ago
Updated: 11 months ago

আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে কিছু অধিকার ভোগ এবং কর্তব্য পালন করি। আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হতে পারি । সুনাগরিক রাষ্ট্রের সম্পদ । আমাদের প্রত্যেকের সুনাগরিকতার শিক্ষা লাভ করা অত্যাবশ্যক । এ অধ্যায়ে নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের উপায়, দ্বৈত নাগরিকতা, সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য, নাগরিক অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে । এ অধ্যায় পড়া শেষে আমরা-
♦ নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা করতে পারব
♦ দ্বৈত নাগরিকতা ব্যাখ্যা করতে পারব
♦ সুনাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা বর্ণনা করতে পারব
♦ নাগরিক অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হব ।

Promotion