রবি ও কবি বাল্যবন্ধু। রবি পড়াশোনায় বেশ মেধাবী। সে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় এবং পড়াশোনা শেষ করে একজন সফল চিকিৎসক হয়। অন্যদিকে, কবি প্রাথমিক শিক্ষাই সমাপ্ত করতে পারেনি। ফলে সে রেলস্টেশনে একজন কুলির কাজ করে।
উদ্দীপকে রবি ও কবির কাজের মধ্যে পার্থক্য করা যায় মূলত-
i. উপার্জনের ভিত্তিতে
ii. পেশা ও বৃত্তির আলোকে
iii. সামাজিক মর্যাদার নিরিখে
নিচের কোনটি সঠিক?