SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

Which one of the following football clubs clinched the title of the UEFA Europa League 2014?

Created: 6 years ago | Updated: 3 years ago

ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার (Soccer)নামে পরিচিত।

 

জেনে নিই 

  • ফুটবল খেলার জন্ম হয়- চীনে।
  • ফুটবলের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করা হয়- ল্যাটিন আমেরিকাকে।
  • ফুটবল খেলার আইনকানুন প্রচলন করা হয়- ১৮৪৮ সালে। 
  • এ খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ১১ জন।
  • খেলা চলাকালে প্রত্যেক দল খেলোয়াড় বদল করতে পারে- ৩ জন। 
  • আদর্শ ফুটবলের পরিধি - ৬৮.৫-৭১ সেন্টিমিটার।
  • আদর্শ ফুটবলের ওজন- ৪০০-৪৫০ গ্রাম (১৪-১৬ আউন্স)।
  • ফুটবল মাঠের দৈর্ঘ্য- ১০০-১১০ মিটার বা ১১০-১২০ গজ। 
  • ফুটবল মাঠের প্রস্থ- ৬৪-৭৫ মিটার বা ৭০-৮০ গজ। 
  • খেলা পরিচালনার জন্য থাকেন- রেফারি।
  • খেলায় ট্যাকলিং করা যায়- ৩টি উপায়ে।
  • Vedio Assistance for Referees (VAR)- ফুটবলে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

 

FIFA

  • আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা- FIFA. 
  • FIFA Federation of International Football Association.
  •  প্রতিষ্ঠিত হয়- ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে। 
  • সদর দপ্তর- জুরিখ, সুইজারল্যান্ড।
  • নীতিবাক্য For the good of the game.
  • ফিফার সভাপতির মেয়াদকাল ৪ বছর। 
  • বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে।

 

বিশ্বকাপ ফুটবল

  • প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ১৯৩০ সালে উরুগুয়েতে |
  • প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ- উরুগুয়ে।
  •  দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি- ১৯৪২ ও ১৯৪৬ সালে।
  •  বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ- মিশর: ১৯৩৪ সালে।
  • প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে- ইন্দোনেশিয়া; ১৯৩৮ সালে।
  •  বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করে- ১৯৮৬ সালে।
  • বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা- জার্মানির মিরোস্লাভ ক্লোসা; ১৬টি।
  • বিশ্বকাপ ফুটবলে এক টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা- ফ্রান্সের জাস্ট ফন্টেইন; ১৩টি।
  • বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল পুরস্কার। 
  •  বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কার।
  • বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ পুরস্কার।

 

Content added By

Related Question

View More