মি. আজমল বিদেশ থেকে দু'ধরনের পণ্য আমদানি করেন এবং নিজস্ব ব্র্যান্ড ব্যবহার করে দেশীয় বাজারে বিক্রয় করেন। প্রথম ধরনের পণ্য হলো-টুপি, তসবিহ ও জায়নামাজ যা ঈদের পূর্বে আমদানি করেন এবং দ্বিতীয় ধরনের পণ্য হলো-শাঁখা, সিঁদুর ও ধুতি যা দুর্গাপূজার আগে আমদানি করেন।
আজমলের ব্যবসায়িক কৌশলের কারণে যা অর্জিত হয়েছে তা হলো-
i. ব্র্যান্ড পরিচিতি
ii. অধিক ক্রেতা সমাহার
iii. ব্যবসায়িক উদ্দেশ্য অর্জন
নিচের কোনটি সঠিক?