প্রকল্পটা যে ঘটনা ব্যাখ্যা করতে চায়, তার সে ঘটনা ছাড়াও অন্যান্য ঘটনা ব্যাখ্যাদানে সমর্থ হলে তার মূল্য বৃদ্ধি পায়। দৃষ্টান্তস্বরূপ, মাধ্যাকর্ষণ তত্ত্ব শুধু ভূপৃষ্ঠে জড়বস্তুর পতনের কারণই ব্যাখ্যা করে না, জোয়ার-ভাটা, গ্রহসমূহের গতিপ্রকৃতি ইত্যাদি ব্যাখ্যা করে। ফলে তত্ত্বটির মূল্য আরও বৃদ্ধি পায়।
একই প্রকল্প একাধিক ঘটনার ব্যাখ্যা দেওয়ার যোগ্যতাকে কী বলা হয়?