টুম্পা তার সবচেয়ে পছন্দের পুতুলটি না পেয়ে কান্নাজুড়ে দিল। মা পুতুলটি খুঁজে এনে টুম্পার হাতে দিয়ে বললেন, এসো আমরা একই ধরনের খেলনাগুলোকে একসাথে করে সাজিয়ে রাখি, তাহলে পরে আর এগুলো খুঁজে পেতে কষ্ট হবে না।
কোন ধরনের সাদৃশ্যের ভিত্তিতে টুম্পার মা খেলনাগুলোকে শ্রেণিবদ্ধ করেছিলেন?
i. সংজ্ঞাভিত্তিক
ii. লক্ষণভিত্তিক
iii. প্রতীকনির্ভর
নিচের কোনটি সঠিক?