বিশ্বজগতে কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না। কার্যকারণ তত্ত্ব বিজ্ঞানের স্বতঃসিদ্ধ নিয়ম। কোনো ঘটনার কারণ যদি কোনো সময় আমরা নির্ণয় করতে না পারি তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য বা আকস্মিক বলে চালিয়ে দিই। পূর্বগামী ঘটনা সম্পর্কিত জ্ঞানের অভাবেই এরূপ হয়ে থাকে। বাস্তবতা বড়ই জটিল ও কঠিন। বিশাল ও বিপুল এ জাগতিক নানামুখী কর্মকান্ডের পৃথক সঠিক কারণ চিহ্নিত করা মূলত দুরূহ কাজ। তাই সম্ভাবনা ও আকস্মিকতার পথ ধরে আমরা ঘটনার কার্যকারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়াই সহজ মনে করি।
সম্ভাবনার ভিত্তি আত্মনিষ্ঠ।- এটি কার উক্তি?