’অবলীলা’ শব্দের অর্থ কী?
খেলাধুলা
স্বাচ্ছন্দ্য
অবহেলা
অনুশোচনা
Description (বিবরণ) :
প্রশ্ন: ’অবলীলা’ শব্দের অর্থ কী?
ব্যাখ্যা:
অবলীলা শব্দের অর্থ হলো-- স্বাচ্ছন্দ্য।
অনুশোচনা শব্দের অর্থ হলো-- কোনো কাজের জন্য নিজেকে শোধরানো।
অবহেলা শব্দের অর্থ হলো-- হেয়, প্রতিপন্ন করা বা তুচ্ছতাচ্ছিল্য করা
সঠিক উত্তর হবে - স্বাচ্ছন্দ্য।
Related Question
বৈভব’শব্দের অর্থ কী?
বিত্ত
বিকাল
নিস্তেজ
মন্ড
বৈভব শব্দের অর্থ হলো-- বিত্ত, সম্পদ, ঐশ্বর্য ইত্যাদি।
মত্ত শব্দের অর্থ হলো-- গভীর মনোযোগ।
নিস্তেজ শব্দের অর্থ - অচল।
বিকাল শব্দের অর্থ - গোধূলি।
দ্বেষ শব্দের অর্থ কী?
জায়গা
দ্বীপ
আলো
হিংসা
দ্বেষ শব্দের অর্থ হলো-- হিংসা, বিদ্বেষ, ঈর্ষায়িত।
আালো শব্দের অর্থ হলো-- আভা, বিভা, নূর, প্রভা ইত্যাদি।
সঠিক উত্তর -হিংসা।
’অনিল’ শব্দের অর্থ কী?
বাতাস
তরঙ্গ
বাগান
্বাকাশ
বাতাস শব্দের অর্থ -বায়ু, অনিল, পবন, সমীরণ, সমীর, মরুৎ, মারুত,।
তরঙ্গ শব্দের অর্থ হলো-- বীচি, হিল্লোল, লহরী, ঢেউ।
আকাশ শব্দের অর্থ -অন্তরীক্ষ, গগন, অম্বর
কোন বানানটি শুদ্ধ?
উদীচী
উদীচি
উদিচি
উদিচী
কোন বানানটি শুদ্ধ?
অশরিত্রী
অশরিরি
অশরীরি
অশরীরী