ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি?

Created: 6 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
  • ইউরোপের স্বাধীন দেশ ৪৮টি। ইউরোপ মহাদেশ অবস্থিত- উত্তর গোলার্ধে ।
  • ইউরোপে রেনেসাঁর যাত্রা- চতুর্দশ শতাব্দীতে। ইউরোপের প্রবেশদ্বার বলা হয়- ভিয়েনাকে।
  • ককেশাস অঞ্চলটি ইউরোপ মহাদেশে অবস্থিত। দক্ষিণ ওসেটিয়া ককেশাসে অবস্থিত।
  • ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ- যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
  • নার্গানো-কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ- করিডোর
  • পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত শহর- ভেনিস।
  • বসনিয়া সংক্রান্ত ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২১ নভেম্বর ১৯৯৫ সালে।
  • ইউরোপের সামনে বর্তমানে সবচেয়ে বড় সংকট- অভিবাসী সংকট।
  • ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয়- বেলজিয়ামকে। সাদা রাশিয়া বলা হয়- বেলারুশকে।
  • মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ- চেক প্রজাতন্ত্র । ইউরোপের নেদারল্যান্ড দেশটি সমভূমি অধ্যুষিত।
  • সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়- ১৯৯১ সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে- ১৫টি রাষ্ট্রের সৃষ্টি হয়।
Content added By
Promotion