SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

HTTP সংক্ষিপ্ত রুপটি কি বোঝায়?

Created: 6 years ago | Updated: 4 months ago

ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেইজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেইজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলি নির্ধারন করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়।

এইচটিএমএল (HTML) হল ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি ল্যাংগুয়েজ। HTML এর পূর্ণরূপ হল Hyper Text Markup Language। তবে এটা কোন প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এইচটিএমএল-কে Markup Languageও বলা হয়, যা কতকগুলাে Markup ট্যাগের সমষ্টি আর এই Markup ট্যাগের কাজ হল ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করা যেমন- একটি ওয়েব পেজে টেক্সট, ইমেজ, এনিমেশন, অডিও, ভিডিও ইত্যাদি এলিমেন্ট থাকতে পারে; আর এই এলিমেন্টগুলাে ওয়েব পেজে প্রর্দশন করা বা কিভাবে প্রর্দশন করবে তা নিধারণ করাই হল মার্কআপ ট্যাগ বা এইচটিএমএল ট্যাগের কাজ।

Content added || updated By

Related Question

View More