’সার্বভৌম ঋণ সংকট’ - বিশ্বের কোন অঞ্চলের সমস্যা?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

আফ্রিকা মাহাদেশের অঞ্চল ভিত্তিক ৫৪ টি স্বাধীন দেশ

পূর্ব আফ্রিকা

১৪ টি 

১. ইথিওপিয়া

২. ইরিত্রিয়া

৩. কমোরুস

৪. কেনিয়া

৫. জিবুতি

৬. জিম্বাবুয়ে

৭. তানজানিয়া

৮. মরিশাস

৯. মালাগাছি

১০. মোজাম্বিক

১১. মালাবি

১২. সিচেলিস

১৩. সোমালিয়া

১৪. কিংডম অব ইসওয়াতিনি

উত্তর আফ্রিকা

৬ টি 

১. আলজেরিয়া

২. তিউনিশিয়া

৩. মিসর

৪. সুদান

৫. লিবিয়া

৬. দক্ষিণ সুদান

দক্ষিণ ও দক্ষি ণপূর্ব আফ্রিকা

৫ টি 

১. অ্যাঙ্গোলা

২. দক্ষিণ আফ্রিকা

৩. নামিবিয়া

৪. বতসোয়ানা

৫.লেসেথো 

পশ্চিম আফ্রিকা

১৫ টি 

১.ঘানা

২. মালি

৩.আইভরি কোস্ট

৪. টোগো

৫. বেনিন

৬.বারকিনাফাসো

৭.. মরক্কো

৮. কেপভার্দে 

৯. গিনি

১০.. গিনি বিসাউ

১১. গাম্বিয়া

১২. মৌরিতানিয়া 

১৩. সেগেনাল 

১৪. সিয়েরা লিওন 

১৫. লাইবেরিয়া 

মধ্য ইউরোপ 

১৪ টি 

১. জাম্বিয়া 

২. উগান্ডা

৩. কঙ্গো

৪. ক্যামেরুন

৫. মধ্য ইউরোপ প্রজাতন্ত্র

৬. চাঁদ 

৭. ইয়াকুয়েটরিয়া গিনি

৮. কঙ্গো প্রজাতন্ত্র

৯. নাইজার

১০. নাইজেরিয়া

১১. গ্যাবন

১২. বুরুন্ডি 

১৩. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপি

১৪. রুয়ান্ডা 

 

 

আফ্রিকা সম্পর্কে প্রাথমিক তথ্য 

  • অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়- আফ্রিকা মহাদেশকে (দ্বিতীয় বৃহত্তম মহাদেশ)। 
  • আফ্রিকা মহাদেশকে পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানাও বলা হয় ।
  • আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে চলে গেছে বিষুবরেখা। ভৌগোলিক কারনে জ্যামিতিক মহাদেশ বলে।
  • Horn of Africa শিং বলা হয়- ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া।
  • 'Death Horns of Africa' বলা হয়- শাদকে।
  •  'Pearl of Africa' বলা হয়- উগান্ডাকে।
  • 'ইউনিটা' বিদ্রোহী গোষ্ঠী- অ্যাঙ্গোলার ।
  •  পূর্বে 'গোল্ডকোস্ট' নামে পরিচিত ছিল- ঘানা
  • আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর। এশিয়া থেকে আফ্রিকা পৃথক করেছে লোহিত সাগর।
  • পৃথিবীর খর্বকায় জাতি আফ্রিকা মহাদেশের- পিগমি (কঙ্গো)। 
  • ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য মোজাম্বিক ও রুয়ান্ডা ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের স্বাধীন দেশ- লাইবেরিয়া ও ইথিওপিয়া। আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র- লাইবেরিয়া।
  • বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি- সাহারা (১১ টি দেশে পরিব্যাপ্ত)। 
  • কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ- ইথিওপিয়া। কৃষ্ণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ- নাইজেরিয়া
  • পিগমি জাতি বাস করে- কঙ্গোতে। হুতু' ও উপজাতি- বুরুন্ডির আফ্রিকার লৌহমানব খ্যাত মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতায় ছিলেন- ৪২ বছর
  • বাংলাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে- সিয়েরালিওন
  • 'বাংলাদেশ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে- সিয়েরালিওন ও আইভরি কোস্টে। 
  • 'আল শাবাব' গেরিলা সংগঠনটি- সোমালিয়ার। বোকো হারাম' সন্ত্রাসী সংগঠন- নাইজেরিয়ার।
  • আরব বসন্ত শুরু হয়- তিউনেশিয়ায়। তিউনেশিয়ার আরব বসন্ত পরিচিত- জেসমিন বিপ্লব নামে। 
  • পেরেজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- মরক্কো ও স্পেন। মরক্কোতে দ্বীপটি 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।
Content added || updated By
Promotion