মৌমাছির পুং গ্যমিটে শুক্রাণু কতগুলো ?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

অ্যালটইজমঃ চাকের প্রত্যেক সদস্য নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্য সদস্যদের কল্যাণে একমনে কাজ করে যায়। সমাজের সদস্যদের এমন মনোভাবকে পারস্পরিক সহযোগিতা বা পরার্থিতা বা অ্যালটইজম (altruism) বলে।

মৌমাছির সামাজিক সংগঠন

প্রত্যেকটি মৌচাকে মৌমাছিরা বসতিবন্ধ হয়ে একটি বড় পরিবার বা সমাজ গড়ে বাস করে। আকার-আকৃতি ও কাজের ভিত্তিতে পুরুষ মৌমাছি ; এবং ৩। কর্মী মৌমাছি বা বন্ধ্যা মৌমাছি।

মৌমাছিরা তিন সম্প্রদায়ে বিভক্তঃ ১। রাণী মৌমাছি যা একমাত্র উর্বর মৌমাছি; ২। ড্রোন বা

একটি মাত্র রাণীর নেতৃত্ব কয়েকশ' ড্রোন (বা পুরুষ মৌমাছি) এবং ঋতুভেদে ১০-৮০ হাজার কর্মী মৌমাছি (বন্ধ্যা স্ত্রী মৌমাছি) যে সুশৃংখল উপায়ে নীরবে নিভৃতে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে তা লক্ষ বছর ধরে মানুষ জানবার চেষ্টা করেছে। তাদের এ মাতৃতান্ত্রিক সমাজে ব্যবস্থা মৌমাছি গোষ্ঠীর সকল মৌলিক চাহিদা মিটিয়ে প্রাণিজগতে অনন্য নজির স্থাপন করেছে।

Content added By
Promotion