বাংলা ১ম পত্র

All Written Question - (502)

210. ধর্মের মতো মতবাদও মনের জগতে লেফট – রাইট করতে শেখায়। ধার্মিকের জীবন নিয়ন্ত্রণ ভয় আর পুরষ্কার লোভ। সংস্কৃতিবার। মানুষের জীবনে ও সবের বালাই নেই। তারা সব করে ভালোবাসার তাগিদে। সত্যকে ভালোবাসা, সৌন্দর্যকে ভালোবাসা, ভালোবাসাকে –এরি নাম সংস্কৃতি। তাই ধার্মিকের পুরস্কারটি যেখানে বহুদূলে থাকে। সংস্কৃতিবান মানুষ সেখানে তার পুরষ্কারটি পায় হাতে হাতে, কেননা, কাজটিতার ভালোবাসার অভিব্যক্তি বলে তার আনন্দ, আর আনন্দই তার পুরস্কার। সে তার নিজের স্বর্গটি নিজেই সৃষ্টি করে নেয়। বাইরের স্বর্গের জন্য তাকে হা করে তাকিয়ে থাকতে হয় না। (সারমর্ম লিখুন)

Created: 1 year ago | Updated: 1 year ago

কারণ মধ্যযুগে বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত কবি সরাসরি রোসাঙ্গ রাজদরবারে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হয়ে কাব্য সাধনা করেছেন। মহাকবি আলাওল, শাহ মুহম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, কোরেশী মাগন ঠাকুন সহ অনেকের পিছনে অবদান আছে এই রোসাঙ্গ রাজসভার।

8 months ago